ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৩, শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

বর-কনের বিয়ে বাতিল হওয়ার জন্য দায়ী 'গণিত'

মানবজমিন ডিজিটাল

(১০ মাস আগে) ২৩ জানুয়ারি ২০২৩, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩২ পূর্বাহ্ন

mzamin

উত্তরপ্রদেশের ফারুখাবাদ জেলায় শুধুমাত্র গণিতের কারণে একটি বিয়ে বাতিল হয়ে গেলো । বর নোট গণনা করতে ব্যর্থ হলে ২১ বছর বয়সী  কনে তার বিয়ে বাতিল করে দেয়। বিয়ের আচারের সময় চমকপ্রদ ঘটনাটি ঘটে।  বরের  আচরণে সন্দেহ প্রকাশ করেন পুরোহিত  এবং মেয়েটির পরিবারকে জানান । কনে অবিলম্বে বিয়ের আসন ছেড়ে চলে যায় যার ফলে দুই পরিবারের মধ্যে মৌখিক ঝগড়া হয় এবং পুলিশকে ডাকা হয়। কনের পরিবার দাবি করেছে যে বিয়ের দিন পর্যন্ত তারা জানত না যে ২৩ বছর বয়সী বর 'মানসিকভাবে দুর্বল'। কনের ভাই জানান, "বিয়ে সাধারণত সরল বিশ্বাসে হয়। যিনি  মধ্যস্থতা করেন সেই ঘনিষ্ঠ আত্মীয়ের ওপরেই সকলে বিশ্বাস করেন।  এক্ষেত্রেও  আমরা তাই করেছি এবং বরের  সাথে আগে দেখা করিনি। যখন পুরোহিত তার অদ্ভুত আচরণ সম্পর্কে আমাদের জানান, আমরা একটি পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

বিজ্ঞাপন
তাকে গণনা করার জন্য ১০ টাকার ৩০ টি নোট দিয়েছিলাম ,কিন্তু  সে সেই নোট গুনতে পারেনি। তার অবস্থা জানার পর, আমরা এই  বিয়ে নাকচ করে দিই ।'' মেয়েটি বিয়ে স্থগিত করার পর দুই পরিবারের মধ্যে তুমুল কথা কাটাকাটি হয়। বিষয়টি পুলিশের কাছে পৌঁছায়। যারা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন তাদের কথা কানে নেয়নি কনে , অবশেষে  বারাত ফিরে যায় । এসএইচও অনিল কুমার চৌবে বলেন, “এ বিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।''

সূত্র : gulfnews.com

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status