ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

ফরাসি ওপেন টেনিস শুরু আজ

নজর আলকারাজ-শিয়নটেকের ওপর

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২২, রবিবার
mzamin

রোঁলা গারোয় আজ শুরু হচ্ছে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম টেনিস টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। ক্লে কোর্টের এ আসরের রাজা রাফায়েল নাদাল। তবে এবার কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচের বাধার মুখে পড়তে পারেন তিনি। চোখ থাকবে দুই উদীয়মান সুপারস্টার আলকারাজ-শিয়নটেকের ওপর।
গতবার গ্রিসের স্তেফানোস সিতসিপাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন জকোভিচ। ছেলেদের ‘নাম্বার ওয়ান’ তারকা প্রথম রাউন্ডে মুখোমুখি হবেন জাপানের ইয়োশিহিতো নিশিওকার। রোঁলা গারোয় রেকর্ড ২১তম গ্র্যান্ড স্লাম জয়ের স্বাদ নিতে পারেন সার্বিয়ান গ্রেট জকোভিচ। 
রোঁলা গারোর রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন নাদালের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসন। তবে সবার চোখ থাকবে এবার কার্লোস আরকারাজের ওপর। ১৯ বছর বয়সী এ স্প্যানিয়ার্ড কিছুদিন আগে মাদ্রিদ ওপেনে নাদাল ও জকোভিচকে হারিয়ে তাক লাগিয়ে দেন বিশ্বকে। এটিপি র‌্যাঙ্কিংয়ে ষষ্ঠ থাকে থাকা আলকারাজ হতে পারেন রোলা গারোর নতুন রাজা। আলকারাজ ঘোষণা দিয়েছেন, ‘আমি গ্র্যান্ড স্লাম জিততে প্রস্তুত এটা বলতে কোনো ভয় নেই।’ প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আর্জেন্টিনার হুয়ান লন্দেরোর। 
মেয়েদের এককে বরাবরই চমক উপহার দেয় ফ্রেঞ্চ ওপেন।

বিজ্ঞাপন
গত পাঁচ বছরে তিনবার আনসিডেড (অবাছাই) তারকা চ্যাম্পিয়ন হয়েছেন রোঁলা গারোতে। ২০১৭তে লাটভিয়ার ইয়েলেনা ওস্টাপেঙ্কো, ২০২০-এ পোল্যান্ডের ইগা শিয়নটেক এবং গত বছর চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা ছিলেন আনসিডেড। পুরুষ এককে সর্বশেষ ২০০৪-এ এমন চমক দেখান আর্জেন্টিনার গাস্তন গুয়াদিও।
ছেলেদের এককে তিনজনকে নিয়ে আলোচনা হচ্ছে, নাদাল, জকোভিচের সঙ্গে তৃতীয় ব্যক্তিটি স্বাভাবিকভাবেই আলকারাজ। তবে মেয়েদের এককে অনলি ওয়ান ফেভারিট ভাবা হচ্ছে ২০ বছর বয়সী ইয়া শিয়নটেককে। টানা ২৮ ম্যাচ ও পাঁচটি টুর্নামেন্ট জিতে প্যারিসে গিয়েছেন র‌্যাঙ্কিংয়ের এক নম্বর নারী তারকা। বলা হচ্ছে ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় শিরোপা না জিতে হয়তো থামবেন না শিয়নটেক। তবে গত বছর ইউএস ওপেন জেতা এমা রাদুকানুকেও গণনায় রাখতে হবে। রাদুকানু প্রথমবার খেলতে যাচ্ছেন এ আসরে। চমক দেখাতে পারেন স্পেনের পাওলা বাডোসা ও বেলারুশের আরিনা সাবলেঙ্কাও।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status