বিনোদন
গোপন বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
(২ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৩, সোমবার, ১১:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৫৪ অপরাহ্ন

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী জয়সুধা কাপুর। চার দশকের অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। তবে কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, গোপনে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন ৬৪ বছর বয়সী এই অভিনেত্রী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বারিসু’র প্রচার অনুষ্ঠানে সম্প্রতি গিয়েছেন অভিনেত্রী। অনুষ্ঠানটিতে তার সঙ্গে এক ব্যক্তিকে দেখা যায়। মূলত এর পর থেকে শোনা যাচ্ছে তাদের বিয়ের গুঞ্জন। তবে প্রথমে এ নিয়ে কিছু না বললেও সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের গুঞ্জন ভেঙে দিয়ে জয়সুধা বলেন— কয়েক দিন আগে আমার সঙ্গে যাকে হাঁটতে দেখেছেন, তার নাম ফিলিপ রুয়েলস। তিনি আমার স্বামী নন। তিনি একজন আমেরিকান চিত্রপরিচালক। ইন্টারনেটে আমার জীবন সম্পর্কে জেনেছেন, গবেষণা করেছেন।