অর্থ-বাণিজ্য
আইএমএফ'র সঙ্গে বৈঠকে আর্থিক খাতের চ্যালেঞ্জগুলো তুলে ধরলো বাংলাদেশ ব্যাংক
অর্থনৈতিক রিপোর্টার
(৩ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৩, রবিবার, ২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের আর্থিক খাতের বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। তবে বাংলাদেশকে ঋণ দেয়ার ও আর্থিক খাতের সংস্কার নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।
রোববার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন আইএমএফের ডিএমডি অ্যান্তইনেত মনসিও সায়েহের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মুখপাত্র মেজবাউল হক বলেন, ঋণ ও আর্থিক খাতের সংস্কার নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে ঋণ পাওয়া নিয়ে কোন সমস্যা নেই। নিয়ম অনুযায়ী আমরা ঋণ পাবো। ধারাবাহিক কর্মসূচির আওতায় এবার আইএমএফের এই প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসেছে। এছাড়া আর্থ-সামাজিক খাত নিয়ে তারা কথা বলেছেন। বৈশ্বিক অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা যে উদ্যোগ নিয়েছি সেসব বিষয়ে তারা জেনেছেন।
তিনি বলেন, বিভিন্ন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ও সরকার যেসব পরিকল্পনা গ্রহণ করেছে, সে বিষয়ে আইএমএফের সঙ্গে কথা হয়েছে। এছাড়া ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় আমাদের পদক্ষেপ সম্পর্কে তাদের সামনে তুলে ধরেছি। তারা এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছেন। আমরা তাদের সামনে সবকিছু তুলে ধরেছি।
পাঠকের মতামত
Financial problems in our country will never ever solve because govt are creating problems and govt is corrupted. In our country all financial scams created by govt. If IMF will try to solve this matter govt will never ever agree with their proposal because if they try to follow IMF rules their corruption will come in front of the world. The whole world already knows that this govt is corrupted.