ঢাকা, ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ২৮ শাবান ১৪৪৪ হিঃ

রাজনীতি

রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

(২ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ১০:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৫ পূর্বাহ্ন

mzamin

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। আজ শনিবার সকালে এ বিক্ষোভ করেন সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি মিরপুর ১ নং থেকে শুরু হয়ে শাহ আলী অতিক্রম প্রদক্ষিণ করে গাবতলীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই দেশ ও জাতির এই ক্রান্তিকালে সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে গণবিরোধী ও আত্মঘাতি সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন,  বর্তমান ফ্যাসীবাদী সরকারের আমলে ২০১০ সাল থেকে গ্রাহক পর্যায়ে  ১০ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। ২০১০ সালের মার্চে প্রথম বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়। পরের বছর ২০১১ সালে গ্রাহক পর্যায়ে দুই দফা বাড়ানো হয়েছিল। ২০১২ সালেও খুচরা বিদ্যুতের দাম দুই দফা বাড়ানো হয়। এরপর ২০১৪ সালের মার্চে বিদ্যুতের দাম ৬ দশমিক ৯৬ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট করা হয় ৬ টাকা ১৫ পয়সা। আর ২০১৫ সালের সেপ্টেম্বরে তা ২ দশমিক ৯৩ শতাংশ বেড়ে হয় ৬ টাকা ৩৩ পয়সা। এদিকে ২০১৭ সালে ডিসেম্বরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়। ২০২০ সালের মার্চে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের গড় মূল্যহার ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
এরপর গত ১২ জানুয়ারি সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়ানো হয়েছে। যা ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে। এতে ইউনিটপ্রতি দাম বাড়বে ৩৫ পয়সা। ফলে খুচরায় গ্রাহক পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়ে গড়ে দাঁড়াবে ৭ টাকা ৪৮ পয়সা। যা রীতিমত জনদুর্ভোগ  সৃষ্টি করবে।

তিনি আরো বলেন, সরকার জামায়াতকে বিশেষভাবে টার্গেট করে রাষ্ট্রশক্তির অপব্যবহারের মাধ্যমে এই আদর্শবাধী, দেশপ্রেমী, গণতান্ত্রিক ও কল্যাণকামী শক্তিকে নির্মূল করার দিবাস্বপ্ন দেখছে। সে ধারাবাহিকতায় পরিচ্ছন্ন জাতীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে অন্যায় ও অযৌক্তিকভাবে গ্রেফতার করে কারাগারে অন্তরীণ করা হয়েছে। কিন্তু ইতিহাস সাক্ষী জুলম-নির্যাতন ও দলন-পীড়ন চালিয়ে অতীতে কোন আদর্শবাদী শক্তিকে নির্মূল করা যায়নি; আর কখনো যাবেও না। 

সরকারকে নেতিবাচক, ধ্বংসাত্মক ও গণবিরোধী রাজনীতি বৃত্ত থেকে বেরিয়ে এসে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান তিনি। 

এসময়  উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, নাসির উদ্দীন ও শাহ আলম তুহিন, শূরা সদস্য ডা. মঈন উদ্দীন, আব্দুল মতিন খান, আব্দুল মান্নান ও সাইফুল কাদের ও ছাত্রনেতা আসাদুজ্জামান প্রমুখ।

পাঠকের মতামত

এতো অত্যাচার নির্যাতন করেও কি গদী রক্ষা করা যাবে? স্বাধীন ভাবে কাজ করার সুযোগ দিন তখন বুঝা যাবে মাঠের প্রকৃত অবস্থা কি।

Taj khan
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৯:২১ পূর্বাহ্ন

জামায়াতে ইসলামী বাংলাদেশই একমাত্র জনদরদী গণ কল্যাণকামী দল যে দল জনস্বার্থ জনদুর্ভোগ বৃদ্ধি সূচক সরকারী কর্মকান্ড কিংবা সিদ্ধান্তের তাৎক্ষণিক দ্রুত প্রতিবাদে ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে পড়ে সবার আগে। তাই জামায়াতে ইসলামী শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের সত্যিকারের একটা গণমূখি বাস্তব ধর্মী সকল মানুষের প্রিয় সংগঠন। জামায়াতের দুঃসাহসী অগ্রযাত্রা এবং শুভ কামনায় আছে ধর্ম বর্ণ জাতি গোষ্ঠি নির্বিশেষে আছে সব জনগণ।

আকাশ
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ৩:৫৬ পূর্বাহ্ন

ঠিক ঠিক

গাজী
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ২:২৪ পূর্বাহ্ন

সব দলকে সমান সুযোগ দেয়া উচিত

মাছুম
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ১:৪৬ পূর্বাহ্ন

অবৈধ আওয়ামী সরকারের ধারাবাহিক জন নির্যাতন দুর্ভোগের মাত্রা তীব্র করতে আরেকবার আঘাত হানলো বিদ্যুতের দাম বৃদ্ধির মাধ্যমে। একদিকে সরকার পতনে জনগণের আন্দোলন দমনে রাজনৈতিক শীর্ষ নেতা সহ নেতা কর্মী গ্রেফতার বিশেষ করে জামায়াতে ইসলামীর মিটিং মিছিলের অনুমতি না দেওয়া, জামায়াতের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনার সুযোগ বাধাগ্রস্থ করা, জনগণের পক্ষে কথা বলতে না দেওয়া যেন সরকারের রাষ্ট্রীয় কর্মের প্রধান কর্ম হয়ে দাড়িঁয়েছে। তাই শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে ভোরের আলো পড়া মাত্রই রাজপথে জামায়াত নেমে আসে মিছিল নিয়ে জীবনের ঝুকিঁ নিয়ে। দেশের স্বার্থে জনগণের কল্যাণে জামায়াত সদা সর্বদা সজাগ। জামায়াতের দুর্জয় এই অভিযাত্রা সফল হোক এবং সাফল্যমন্ডিত হোক।

আলমগীরে
১৪ জানুয়ারি ২০২৩, শনিবার, ১২:১১ পূর্বাহ্ন

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2023
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status