ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

রকমারি

১০ হাজার ফুট উঁচুতে হঠাৎ খুলে গেলো বিমানের পেছনের দরজা, তারপর ..

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১০ জানুয়ারি ২০২৩, মঙ্গলবার, ৭:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন

mzamin

একটি রাশিয়ান চার্টার ফ্লাইটে থাকা যাত্রীরা সাক্ষাৎ মৃত্যুকে অনুভব করলেন। তাঁরা যে বিমানে যাত্রা করছিলেন মাঝ আকাশে সেই বিমানের পিছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। বাইরে ছিটকে পড়ে যাত্রীদের লাগেজ। নিউইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, ঘটনাটি IrAero-এর অন্তর্গত একটি An-26 টুইন প্রপ প্লেনে ঘটেছে। সাইবেরিয়ার প্রত্যন্ত শহর মাগান থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাগাদান যাওয়ার পথে মাইনাস ৪১ ডিগ্রি ঠান্ডায় উড়োজাহাজটি উড়েছিলো। বিমানটিতে ছয়জন ক্রু সদস্য সহ প্রায় ২৫ জন যাত্রী ছিলো। বিমানেরই একজন যাত্রীর শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে যে বিমানের পিছনের দরজাটি খোলা। আর সেই দেখে যাত্রীরা ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। এমনকি বাইরে থেকে হাওয়া ঢুকে বিমানের ভেতরে থাকা পর্দাগুলি উড়তেও দেখা গেছে। সৌভাগ্যবশত, উড়োজাহাজে থাকা যাত্রীদের কেউই আহত হননি, এবং সকলেই বাইরের হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা থেকে সুরক্ষিত ছিলেন।

বিজ্ঞাপন
নিউজিল্যান্ড হেরল্ড-এর প্রতিবেদন অনুযায়ী, দরজা খুলে যাওয়ার বিষয়টি বিমানকর্মীদের চোখে পড়তেই তাঁরা বিমানটিকে মাগান শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এবং দ্রুত বিমানটিকে ওই অবস্থাতেই মাগান শহরে নিরাপদে নামান পাইলট। ক্যারিয়ার IrAero জানিয়েছে যে চার্টার ফ্লাইটের আংশিক দরজা খোলার ঘটনাটি ২৮০০-২৯০০ মিটার উচ্চতায় ঘটেছে। এনজেড হেরাল্ডের মতে, বিমানটি ৪৩ বছরের পুরোনো। Antonov 26, RA-26174 বিমানটি  ১৯৭৯ সাল থেকে আকাশে উড়ছে। ভয়ঙ্কর ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে। ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও ভিডিওটি শেয়ার করেছেন এবং রাশিয়ার বিমানে চড়ার অভিজ্ঞতাকে রাশিয়ান রুলেট খেলার সাথে তুলনা করেছেন। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে তারা এই অনভিপ্রেত ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

সূত্র : এনডিটিভি

রকমারি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রকমারি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status