রকমারি
ফ্লোরিডা বিমানবন্দরে যাত্রীর লাগেজের ভিতর ওটা কী?
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৩, সোমবার, ৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৫ পূর্বাহ্ন

ব্যাগের মধ্যে আস্ত একটি সাপ। বিষয়টা খুলেই বলা যাক। ফ্লোরিডা বিমানবন্দরে যাত্রীর সঙ্গে একটি সাপ সবে বিমানে চড়তে যাচ্ছিলো। শেষমেশ নিরাপত্তারক্ষীদের নজরে পড়ায় সাপটির আর বিমানে চড়া হলো না। ফ্লোরিডার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA)ভ্রমণকারীর লাগেজের ভিতরে একটি 'বোয়া কনস্ট্রিক্টর গোত্রের' সাপ খুঁজে বের করেন । TSA এজেন্সির মুখপাত্র লিসা ফার্বস্টেইনের পোস্ট করা একটি এক্স-রে ছবি শেয়ার করেছে, যেখানে ১৫ডিসেম্বর টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে একজন নারীর লাগেজের ভিতরে ৪ ফুটের সাপটিকে দেখা গেছে । TSA একটি ইনস্টাগ্রাম পোস্টে বলেছে-''নিয়ম মেনে এক যাত্রীর হাতব্যাগটি এক্স-রে যন্ত্রের ভিতরে ঢোকানো হয়েছিল। এর পরে স্ক্রিনে চোখ পড়তেই দেখা যায় ব্যাগের মধ্যে জুতো, ল্যাপটপের পাশে শুয়ে রয়েছে একটি বিশেষ বস্তু। অফিসাররা যখন ওই যাত্রীকে এক্স-রেতে সাপের চেহারা সম্পর্কে অবহিত করেন, তখন তিনি কর্মকর্তাদের বলেছিলেন যে এটি তার পোষ্য, নাম বার্থোলোমিউ। '' যদিও সাপটিকে বিমানে উঠতে দেয়া হয়নি।
সূত্র : usatoday.com