রকমারি
দাঁত দিয়ে ট্রাক টেনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
মানবজমিন ডিজিটাল
(২ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৩, শনিবার, ১:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১২ পূর্বাহ্ন

ইন্টারনেটে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে যা দেখলে আপনার মাথার চুল খাড়া হয়ে যাবে। মিশরের একজন ব্যক্তি তার দাঁত দিয়ে ১৫ হাজার ৭৩০ কেজি ওজনের একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন। দাঁত দিয়ে সবচেয়ে ভারী ট্রাক টেনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ওই ব্যক্তি। ক্লিপটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে। ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি দাঁত দিয়ে মিশরের রাস্তায় একটি ট্রাক টেনে নিয়ে যাচ্ছেন। ক্লিপটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অনেকেই তার ডেন্টিস্টের ঠিকানা জানতে চেয়েছেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, আশরাফ মাহরুস মোহাম্মদ সুলিমান ১৩ জুন ২০২১-এ মিশরের ইসমাইলিয়ায় রেকর্ডটি তৈরি করেছিলেন। সুলিমান একটি 'ব্যক্তিগত রেকর্ড করার চেষ্টা করেছিলেন। ভিডিওর সাথে ক্যাপশনে লেখা আছে, "দাঁত দিয়ে সবচেয়ে ভারী ১৫,৭৩০ কেজি ওজনের রাস্তার গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন আশরাফ সুলিমান। ''ভিডিওটি দুই দিন আগে শেয়ার করা হয়েছে এবং এখনও পর্যন্ত এটি ৪ লাখ ভিউ সংগ্রহ করেছে।
সূত্র : এনডিটিভি