রকমারি
হাতি যখন ‘ট্রাফিক সার্জেন্ট’
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ৬:৩৬ অপরাহ্ন

অনেকেই রাস্তায় বের হলে ভুলে যান আইন-কানুন। ট্রাফিক আইনের তোয়াক্কা না করার ফলে ঘটে দুর্ঘটনা, জ্যাম থেকে শুরু করে অনেক কিছুই । রাস্তায় গাড়ি পার্কিং করেন নিজের খেয়ালখুশিমতো। আর এগুলো রোধ করেন ট্রাফিক সার্জেন্ট। তবে এই দায়িত্ব যদি আবার পালন করে কোনো হাতি তবে তা একটু অন্যরকমই শোনায় বটে।
বেঙ্গালুরুর এক বাসিন্দাকে ট্রাফিক আইনের এমন ‘শিক্ষাই’ দিল একটি হাতি। রাস্তার ধারে বেআইনিভাবে দাঁড় করানো একটি মোটরবাইককে তুলে ছুড়ে ফেলে দিল সে। ট্রাফিক সার্জেন্টের ভূমিকায় এই হাতিকে দেখে বেশ মজা পেয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ঘটনার ভিডিও হয়েছে ভাইরাল।
আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়- ১১ সেকেন্ডের ওই ভিডিওটি নিজের টুইটার একাউন্টে পোস্ট করেছেন বেঙ্গালুরু পুলিশের ডিসি ট্র্যাফিক (ইস্ট) কলা কৃষ্ণস্বামী। তাতে লিখেছেন, ‘‘রাস্তায় গাড়ি পার্ক করবেন না।’’
ভিডিওতে দেখা যায়, রাস্তার ধারে বেআইনিভাবে দাঁড় করানো হয়েছে একটি মোটরবাইক। তার উপরে হেলমেট। পাশের ফুটপাতের উপর আরও ২টি বাইক । কিন্তু আচমকা ভয়ে পালাতে শুরু করেন আশপাশের লোকজন। এবার রাস্তায় উঠে আসে একটি হাতি। বোঝা গেল, ওই হাতিটির ভয়েই ছুটে পালাচ্ছিলেন তারা। এরপর বাইকের সামনে এসে সেটিকে দাঁত দিয়ে তুলে ফুটপাতে ছুড়ে ফেলে দিল হাতিটি। এরপর আপনমনে সে হেঁটে চলে যায়। মনে হচ্ছিল যেন সে সুন্দরভাবে নিজের দায়িত্ব শেষ করলো। গত মঙ্গলবার ভিডিওটি পোস্ট করার পর এর ভিউয়ার সংখ্যা প্রায় ৫ লাখ।
কেউ কেউ মন্তব্য করেছেন ‘‘মানুষজন এটা (ট্র্যাফিক আইন) কখনই বোঝেন না। তারা যেখানে সেখানে পার্ক করেন, দাঁড়িয়ে পড়েন, থুতু ফেলেন, মোড় নিয়ে নেন, যেখানেই জায়গা দেখেন গাড়ি ঢুকিয়ে দেন।’’