ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

আগারগাঁওয়ে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১ জানুয়ারি ২০২৩, রবিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন

mzamin

রাজধানীর আগারগাঁও বিজ্ঞান জাদুঘর এলাকায় ইংরেজি নববর্ষ বরণকে ঘিরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফিরোজ আহমেদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে  ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ২৮নং ওয়ার্ডের কার্যকরী সদস্য ছিলেন।

নিহতের বাবা টিপু সুলতান জানান, আমার ছেলে রাজনীতি করতো না। একটি প্রতিষ্ঠানের চাকরি করতো। গতরাতে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মুরাদ হাসান ও শেরেবাংলা থানা ছাত্রলীগ সভাপতি গাজী নাজমুল হাসান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আমার ছেলে চুরিকাঘাতে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, শেরেবাংলানগর আগারগাঁও তালতলা এলাকার ৪৩/১/এ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন তারা। চার ছেলের মধ্যে সবার বড় ছিল ফিরোজ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status