ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

পেলের মৃত্যুর পর বিখ্যাত হয়ে গেলেন তাঁর নাপিত

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২২, শনিবার, ২:০৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

mzamin

১৯৫০এর দশকে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের সাথে তাঁর প্রথম দেখা। এরপর  কয়েক দশক ধরে পেলের চুল কেটে আসছেন জোয়াও আরাউজো। শুক্রবার ফুটবল কিংবদন্তির মৃত্যুর পর তিনি জানান ‘’ঈশ্বর প্রয়াত অ্যাথলিটের যত্ন নেবেন।'' পেলে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দারিদ্র্য থেকে উঠে আধুনিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদদের একজন এবং খেলোয়াড় হিসাবে তিনটি বিশ্বকাপ জয়ী একমাত্র ব্যক্তি। জোয়াও আরাউজো বলছেন - ''পেলে মাসে দু'বার এখানে চুল কাটতে আসতেন এবং দাড়ি কাটতে আসতেন প্রতি দুই দিন পরপর।'' পেলের সাথে তাঁর প্রথম দেখা ১৯৫৬ বা ১৯৫৭ সালে  সান্তোস শহরে। পেলে তার খেলার ক্যারিয়ারের বেশিরভাগ সময় স্থানীয় সান্তোস সকার ক্লাবে কাটিয়েছেন। প্রয়াত ফুটবল তারকাকে শোক জানাচ্ছে ব্রাজিল এবং সারা বিশ্বের  লক্ষ লক্ষ মানুষ। যাঁদের মধ্যে আরাউজো একজন। ৮২ বছর বয়সী এই ফুটবলার তার ফুটবলের দক্ষতার ফলে বিশ্বব্যাপী সুপারস্টার হয়ে ওঠেন এবং পরে 'beautiful game'-এর দূত হয়ে ওঠেন, যে বাক্যাংশটি তিনি নিজেই তৈরি করেছিলেন।ব্রাজিলের আগত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা কর্তৃক উদ্বোধনের পর সোমবার আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে পেলেকে নিয়ে যাওয়া হবে শেষ কৃত্যের জন্য। পেলের কফিনটি তার ১০০ বছর বয়সী মা সেলেস্টের বাড়ির বাইরে থামার আগে সান্তোসে নিয়ে যাওয়া হবে, তারপরে সেখান থেকে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। সেখানে তার কফিনটি ২৪ ঘন্টা প্রদর্শন করা হবে, যাতে জনসাধারণ ফুটবল কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।এরপর তাঁর মরদেহ নেক্রোপোল ইকুমেনিকা সমাধিক্ষেত্রে নিয়ে যাওয়ার পর সেখানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র : ডেইলিমেইল

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status