দেশ বিদেশ
বিএনপি’র কর্মসূচি ঘিরে সহিংসতার আশঙ্কা মার্কিন দূতাবাসের
কূটনৈতিক রিপোর্টার
৩০ ডিসেম্বর ২০২২, শুক্রবারবিএনপি’র পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচিকে ঘিরে সহিংসতার আশঙ্কা করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শুক্রবারের ওই কর্মসূচি চলাকালীন ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দেয়া হয়েছে দূতাবাসের পক্ষ থেকে। গতকাল দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত বার্তা প্রচার করা হয়েছে। বার্তায় বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি কিংবা তার আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলোর কর্মসূচির ব্যাপকতা ততই বাড়ছে।
৩০শে ডিসেম্বর এ রকম একটি বড় মিছিল অনুষ্ঠানের কথা রয়েছে। বার্তায় আরও বলা হয়, শান্তিপূর্ণ এ রাজনৈতিক কর্মসূচি দ্বন্দ্বের কারণে সহিংস রূপ ধারণ করতে পারে। তাই মার্কিন নাগরিকদের উচিত সতর্কভাবে চলাফেরা করা এবং বড় সমাগম এড়িয়ে চলা। তাদের উচিত আশপাশের ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যাপারে সজাগ থাকা এবং স্থানীয় গণমাধ্যমের খবরগুলোর মাধ্যমে হালনাগাদ তথ্য জানা। প্রসঙ্গত, বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বিকালে ঢাকা ও রংপুর মহানগরে গণমিছিল করবে বিএনপিসহ সমমনা দল ও জোটগুলো।
পাঠকের মতামত
মার্কিনদূতাসের আগাম সতর্কবাণী উড়িয়ে দেয়ার মত নয়। স্বার্থ হাচিলে সরকারের উপর মার্কিনযুক্তরাষ্ট্রের প্রচন্ড চাপ আছে। এই চাপর ফলাফল নির্ভর করে সরকার বিরোধীদের আন্দোলনের উপর। আন্দোলন তিব্রতর হলে সরকার হয়ত নমনীয় হবে নয়ত পরিবর্তন হবে সুতরাং বলা যায় যে, যারা আন্দোলন করছে তাদের জন্য গ্রীন সিগন্যাল।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]