রকমারি
প্রতিবেশীদের কোলাহলে অতিষ্ঠ হলে এই কাজটি আপনি করতে পারেন
মানবজমিন ডিজিটাল
(৩ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২২, বুধবার, ৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

একজন নারী তার প্রতিবেশীদের কোলাহলে অতিষ্ঠ হয়ে একটি পন্থা অবলম্বন করেছেন। তিনি তার প্রতিবেশীদের কথোপকথনের একটি সম্পূর্ণ প্রতিলিপি পাঠিয়ে নিম্ন স্বরে কথা বলার আর্জি জানিয়েছেন। ৩১ বছর বয়সী এই নারী এবং তার স্বামী যে ফ্ল্যাটে থাকেন তার ঠিক ওপরেই এক অল্প বয়স্ক দম্পতি থাকেন, যাঁরা প্রায়শই রাতে এবং কখনও কখনও দিনে পার্টি হোস্ট করেন। সেই দম্পতি এতো জোরে কথা বলেন যে তাঁদের সব কথা ওই নারীর কানে আসে, ঠিক যেন মনে হয় তাঁরা দরজার বাইরেই কথা বলছেন। কিছু ইকো পকেট আছে যার জন্য তাঁরা যদি একটু জোরে কথা বলেন তাহলে সবার ঘরের সব কথাও কানে চলে আসে। তিনি এই উচ্চস্বর উপেক্ষা করতে অনেক সময় বাড়ির বাইরে চলে যান, কিন্তু বাড়িতে থাকলে পার্টির হুল্লোড়ে টেকা দায় হয়ে যায়। অবশেষে অনোন্যপায় হয়ে তিনি এক কাজ করে বসলেন। প্রতিবেশীদের দরজায় একটি নোট লিখে দিলেন যাতে লেখা ছিল - '' আপনারা বেশ উচ্চস্বরে কথা বলেন এবং যদি এইভাবে চলতে থাকে তবে আপনাদের কথোপকথন সম্ভবত গোপন থাকবে না।'' যদিও নোটটি দেবার পর কিছু সময়ের জন্য পরিস্থিতি উন্নত হয়েছিলো, তারপর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। তাদের দরজায় নক করে, আগের মতো আরো একটি নোট লিখেও ওই দম্পতিকে দমানো যায়নি, তাদের পার্টির বহরও বেড়েই চলেছে। একদিন, ওই নারী একটি সাহসী পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
সূত্র : এনডিটিভি