ঢাকা, ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

রকমারি

বিয়ের উপহার যখন 'গাধা'

মানবজমিন ডিজিটাল

(২ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, ২:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৪ পূর্বাহ্ন

mzamin

দুই পাকিস্তানি ইউটিউবার ওয়ারিশা জাভেদ খান এবং আজলান শাহ সম্প্রতি একটি স্বপ্নময় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বেঁধেছেন । এদিকে বিয়ের দিন আজলান  তার কনেকে যে আজব  উপহার দিয়েছেন তা অনলাইন ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়,  বিয়ের রিসেপশনে, আজলান শাহ তার কনেকে একটি বাচ্চা গাধা উপহার  দিয়ে অবাক করে দিয়েছিলেন , কারণটি যদিও বেশ হৃদয়গ্রাহী।ইনস্টাগ্রামে উপহারের একটি ছবি শেয়ার করে  শাহ তার অনন্য উপহারের কারণ ব্যাখ্যা করেছেন।‘আমি সবসময় জানতাম বাচ্চা গাধা পছন্দ করে ওয়ারিশা। তাই আমার তরফে ওর জন্য এটাই রইল বিয়ের উপহার।’তিনি আরও স্পষ্ট করেছেন যে গাধার বাচ্চাটিকে তার মায়ের থেকে আলাদা করা হয়নি, তাই তিনি তাকেও  সাথে নিয়ে এসেছেন।উপহার দেখে নববধূও আনন্দে মেতে ওঠে এবং গাধার বাচ্চাটিকে খুব আদর করেন । প্রশ্ন উঠছে , উপহারে শুধু গাধা কেন?  উত্তরে আজলান জানান ''প্রথমত কনের এটি ভারী পছন্দ  , আমিও পশুদের ভালোবাসি এবং দ্বিতীয়ত  এটি বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং প্রেমময় প্রাণী।"অস্বাভাবিক উপহারটি দেখে অনলাইন ব্যবহারকারীদের  কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে ।   অনেকে উপহারটিকে ''উদ্ভট'' বলে মনে করেছেন , অন্যরা বলছেন  যে বরের দৃষ্টিভঙ্গি বেশ মিষ্টি ছিল। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, "প্রাণীরা প্রাণীই হয় । আপনি যদি ঘোড়া, গরু, কুকুর, এমনকি বানর,জিরাফ বা সিংহ পুষতে পারেন, তাহলে গাধা নয় কেন ?''অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ''প্রাণীর প্রতি আপনার ভালোবাসার প্রশংসা করছি  কিন্তু দয়া করে বিবাহের শুটিংয়ের প্রপস হিসেবে কোনো প্রাণীকে ব্যবহার করবেন না।''তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলগুলিতে শেয়ার করা  ছবি অনুসারে, নবদম্পতি গাধার বাচ্চাটির নাম রেখেছেন ''ভোলা''। ছবির ক্যাপশন দিয়েছেন, ''হাম অর হামারা ভোলা।''

রকমারি থেকে আরও পড়ুন

রকমারি সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status