ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

তথ্য প্রযুক্তি

১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘ইনো ডে ২০২২’

অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ ডিসেম্বর ২০২২, সোমবার, ৯:৪১ পূর্বাহ্ন

mzamin

আগামী ১৪ ডিসেম্বর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হতে যাচ্ছে অপো’র চতুর্থ বাৎসরিক টেক ইভেন্ট ‘ইনো ডে ২০২২’। ‘এমপাওয়ারিং এ বেটার ফিউচার’ থিমের সাথে অপো উদার মনোভাব (ওপেননেস) ও অন্তর্ভুক্তি (ইনক্লুসিভিটি) দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করবে এবং আরও স্মার্ট অভিজ্ঞতা ও কানেক্টেড পৃথিবী তৈরি করার মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে কাজ করে যাবে।

অপো’র সিগনেচার বাৎসরিক ইভেন্ট অপো ইনো ডে। এই ইভেন্টে আগের বছরের অর্জন ও আগামী দিনের প্রযুক্তি বিষয়ে আলোকপাত করা হবে। এ বছরের ইভেন্টে অপো’র চারটি স্মার্ট উদ্যোগের (স্মার্ট এনটারটেইনমেন্ট, স্মার্ট প্রোডাক্টিভিটি, স্মার্ট হেলথ ও স্মার্ট লার্নিং) আওতায় নতুন উদ্ভাবনগুলো সম্পর্কে ধারণা দেয়া হবে। সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার মাধ্যমে সকলের জীবনমান উন্নত করার জন্য অপো কীভাবে কাজ করছে তা দেখার সুযোগ নিয়ে এসেছে অপো। এজন্য ইভেন্টটিতে সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে পারবেন।

অতিথিরা ১৪ ডিসেম্বর চীনা স্ট্যান্ডার্ড সময় (সিএসটি) বিকেল ৪টায় (ইউটিসি +৮) অপো’র অফিসিয়াল সাইট থেকে অনলাইনে এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন।

২০১৯ সালে অপো ইনো ডে প্রথম অনুষ্ঠিত হয়, যেখানে অপো’র ফাইভজি সিপিই ও ওয়াচ সিরিজ উন্মোচন করা হয়। ইনো ডে ২০২২-এ যুগান্তকারী রোলেবল কনসেপ্ট ফোন প্রদর্শন করে অপো। গত বছরের ইভেন্টে অপো এর নতুন ব্র্যান্ড প্রপোজিশন (মূলমন্ত্র) ‘ইন্সপিরেশন এহেড’ ঘোষণা করে এবং এই ব্রান্ডের নিজস্ব উদ্ভাবন - ইমেজিং এনপিইউ ও ম্যারিসিলিকন এক্স ও প্রথম ফোল্ডেবল ফোন অপো ফাইন্ড উন্মোচন করে।

বিজ্ঞাপন

তথ্য প্রযুক্তি থেকে আরও পড়ুন

আরও খবর

   

তথ্য প্রযুক্তি সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status