ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২ জিলক্বদ ১৪৪৫ হিঃ

খেলা

৩৭০ সপ্তাহ শীর্ষে জকোভিচ

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৭ মে ২০২২, মঙ্গলবার, ৩:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩২ অপরাহ্ন

mzamin

সদ্য সমাপ্ত ইতালিয়ান ওপেনের সেমিফাইনালে নরওয়ের ক্যাস্পার রুডের বিপক্ষে ক্যারিয়ারের ১ হাজারতম জয় উদ্যাপন করেন নোভাক জকোভিচ। ফাইনালে সার্বিয়ান টেনিস সুপারস্টারের শিকার স্টেফানোস সিৎসিপাস। ক্যারিয়ারের ষষ্ঠ ইতালিয়ান ওপেন শিরোপা জেতা জকোভিচ গড়েছেন অনন্য একটি রেকর্ড। এটিপি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৩৭০ সপ্তাহ এক নম্বর স্থানে থাকার কীর্তি অর্জন করেছেন জোকার।

সর্বাধিক সময় র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকার তালিকায় দুইয়ে রয়েছেন রজার ফেদেরার। এই সুইস টেনিস তারকার ২৫০ শীর্ষে থাকার কীর্তি রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা নাদাল একটানা শীর্ষস্থানে ছিলেন ২০৯ সপ্তাহ।
সম্প্রতি এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। শীর্ষে থাকা জকোভিচের রেটিং পয়েন্ট  ৮৬৬০। দুই নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভের রেটিং পয়েন্ট ৭৯৯০। জার্মান টেনিস তারকা আলেকজান্ডার জেভরেভ রয়েছেন তিনে। তার পয়েন্ট ৭২০০।

বিজ্ঞাপন
রাফায়েল নাদালকে পেছনে ফেলে চতুর্থ স্থান দখল করেছেন স্টেফানোস সিৎসিপাস। ইতালিয়ান ওপেনের রানারআপ এই গ্রীক টেনিস তারকার পয়েন্ট ৬১৭০। 

ইতালিয়ান ওপেনের রাউন্ড অব সিক্সটিন থেকে বাদ পড়েছেন রাফায়েল নাদাল। র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে থাকা স্প্যানিশ কিংবদন্তির রেটিং পয়েন্ট ৫৫২৫।
ছয় নম্বরে রয়েছেন মাদ্রিদ ওপেনের বিজেতা কার্লোস আলকারাজ। তরুণ এই টেনিস সেনসেশনের পয়েন্ট ৪৭৭০। মাদ্রিদ ওপেন জেতার মিশনে নাদাল-জকোভিচদের হারিয়েছিলেন আলকারাজ।

আগামী রোববার থেকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। রোলা গাঁরোতে এক নম্বর খেলোয়াড় হিসেবেই কোর্টে নামবেন জকোভিচ। অন্তত আরো দুই সপ্তাহ শীর্ষস্থানে থাকতে পারবেন তিনি।  

শীর্ষ ১০ এটিপি বিশ্ব র‌্যাঙ্কিং    রেটিং পয়েন্ট
১. নোভাক জকোভিচ (সার্বিয়া)             ৮৬৬০ 
২. দানিল মেদভেদেভ                       ৭৯৯০
৩. আলেকজান্ডার জেভরেভ (জার্মানি)       ৭২০০
৪. স্টেফানোস সিৎসিপাস (গ্রীস)         ৬১৭০
৫. রাফায়েল নাদাল (স্পেন)                ৫৫২৫
৬. কার্লোস আলকারাজ (স্পেন)            ৪৭৭০
৭. আন্দ্রে রুবলেভ                            ৩৯৪৫
৮. ক্যাস্পার রুড (নরওয়ে)                 ৩৯৪০
৯. ফেলিক্স-অগার-আলিয়াসিমে (কানাডা) ৩৮৫০
১০. মাত্তেও বেরাত্তিনি (ইতালি)            ৩৮০৫

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status