রাজনীতি
গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি পেল বিএনপি
স্টাফ রিপোর্টার
(২ বছর আগে) ৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার, ৩:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

ছবি: জীবন আহমেদ
রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। শুক্রবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় থেকে বেরিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানান।
ডা. জাহিদ বলেন, আমরা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলাম, কিন্তু সেখানে খেলা চলায় সম্ভব না। পুলিশের কাছে তারপর আমরা গোলাপবাগ মাঠের কথা বলেছিলাম, পুলিশ লিখিতভাবে অনুমতির জন্য আবেদন করতে বলেছিল, আমরা লিখিত আবেদন করেছি। তারা অনুমতি দিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের গ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, আমরা এটা আইনগতভাবে মোকাবিলা করব। আগামীকাল গোলাপবাগে আমাদের সমাবেশ হবে। পুলিশ সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বস্ত করেছে।