ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

বাংলাদেশের কাছে সিরিজ হারের কারণ খতিয়ে দেখবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২, শুক্রবার
mzamin

ইনজুরিতে থাকা জাসপ্রীত বুমরাহ ছাড়া পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই ঢাকায় পা রেখেছিল রোহিত শর্মার ভারত। তবুও প্রথম দুই ম্যাচে হেরেই সিরিজ হারলো দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৭ বছরের মধ্যে বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় ওয়ানডে সিরিজে হারলো ভারত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের বিপক্ষে এমন হারের পর এবার নড়েচড়ে বসেছে ভারতের ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছে, বাংলাদেশ সফর শেষেই রিভিউ মিটিং ডাকতে চলেছে বিসিসিআই। সিরিজ শেষ করে ফিরলেই অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড়, এনসিএ ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণ ও প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মিটিংয়ে বসবে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হারের পরই রিভিউ মিটিং করার কথা ছিল বিসিসিআই’র। তবে বেশ কয়েকজন বোর্ড কর্তা ব্যস্ত থাকায় সেই মিটিং আর হয়নি। কিন্তু শক্তির বিচারে পিছিয়ে থাকা বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার এবার স্বস্তিতে থাকতে দিচ্ছে না ভারতের বোর্ডকেও। তাই ওয়ানডে বিশ্বকাপের এক বছর আগেই নড়েচড়ে বসতে চাইছে বোর্ডটি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর গত এক দশকে একটিও আইসিসি শিরোপা জেতেনি ভারত। তার ওপর একের পর এক এমন ব্যর্থতা বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে ভারতীয় বোর্ডকে। এ প্রসঙ্গে বিসিসিআই’র এক কর্তা জানান, ‘বাংলাদেশ সফরে যাওয়ার আগে বৈঠকের ব্যবস্থা করা যায়নি কয়েকজন ব্যস্ত থাকায়। তবে দল বাংলাদেশ থেকে ফিরলেই রিভিউ মিটিং আয়োজন করা হবে। এই সিরিজ হার যথেষ্ট বিব্রতকর ঘটনা। বাংলাদেশের কাছেও সিরিজ হারতে হবে, এটা আশা করা যায়নি।’ মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ১০ তারিখ চট্টগ্রামে সিরিজের তৃতীয় ওয়ানডে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পর বাংলাদেশ সফরে দুটো টেস্ট ম্যাচও খেলবেন রোহিত-কোহলিরা।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status