ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

‘স্টেডিয়ামে আমরা এক সংখ্যালঘু সম্প্রদায়’

স্পোর্টস ডেস্ক
৬ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার
mzamin

বিশ্বকাপে এরইমধ্যে চার ম্যাচ খেলে ফেলেছে নেদারল্যান্ডস। কিন্তু যতটুকু সমর্থন প্রত্যাশা করেছিল দলটি, ততটুকু পায়নি। এ নিয়ে ক্ষোভ ঝারলেন ডাচ কোচ লুইস ভ্যান গাল। আমস্টারডামের সংবাদমাধ্যম এনওএসকে ভ্যান গাল অভিযোগ করে বলেন, ‘স্টেডিয়ামে আমরা এক সংখ্যালঘু সম্প্রদায়।’
ফিফার জরিপে দেখা গেছে, বিশ্বকাপে সবচেয়ে বেশি টিকিট কিনেছে যুক্তরাষ্ট্র। এরপর ইংল্যান্ড, আর্জেন্টিনা, ফ্রান্স ও ব্রাজিল। ৮ বছর পর বিশ্বকাপে ফেরা নেদারল্যান্ডসের জন্য খুব বেশি আগ্রহ দেখায়নি দেশটির ভক্ত-সমর্থকরা। ইউরোপের বাকি জায়ান্টদের তুলনায় কম টিকিট কিনেছে তারা। যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার পর ভ্যান গাল বলেন, ‘দেশের মানুষের কাছ থেকে যদি আরও সমর্থন পেতাম, খুব ভালো হতো। আমরা চারটি ম্যাচ খেলে ফেলেছি। প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে আমরা ছিলাম সংখ্যালঘু।’
সেমির লড়াইয়ে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

বিজ্ঞাপন
কাতারে শুরু থেকেই দারুণ সমর্থন পেয়ে আসছে আর্জেন্টিনা। সে ধারায় ছেদ পড়বে না কোয়ার্টার ফাইনালেও। দোহার লুসাইল স্টেডিয়ামে ৯ই ডিসেম্বর মুখোমুখি হবে দু’দল। সেদিন গ্যালারি থাকবে আলবিসেলেস্তেদের দখলে। আর্জেন্টিনার কাছে ১৯৭৮ বিশ্বকাপের ফাইনাল হারার বেদনা এখনো পুড়ায় নেদারল্যান্ডসকে। ওই আসর ছাড়াও ১৯৭৪ ও ২০১০ সালে রানার্সআপ হয়েছে ‘টোটাল’ ফুটবলের জনকরা। এর আগে ১৯৯৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ডেনিস বারক্যাম্পের গোলে আর্জেন্টিনাকে হারায় ডাচরা। তবে ২০১৪ বিশ্বকাপের সেমিতে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালে যায় আর্জেন্টিনা। তখনও ডাচদের কোচ ছিলেন ভ্যান গাল।
যদিও চলতি আসরে নিজেদের টোটাল ফুটবলে দেখা যায়নি নেদারল্যান্ডসকে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বল পজেশনে মনোযোগ না দিয়ে নেদারল্যান্ডস খেলেছে কাউন্টার অ্যাটাক-নির্ভর  ফুটবল। এ কৌশল কাজেও দিয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় ডেনজেল ডামফ্রিস এ নিয়ে বলেছিলেন, ‘আমরা বল পজেশন নিয়ে ভালো খেলতে পারি। তবে আজ দেখিয়েছি কাউন্টার অ্যাটাকেও আমরা দক্ষ।’

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status