ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

অষ্টগ্রামের রাস্তার মাঝের বিদ্যুতের খুঁটি অপসারণের দাবি

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
১৭ মে ২০২২, মঙ্গলবার

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লঞ্চঘাট সংলগ্ন অষ্ট্রগ্রাম চাতল পাড় সড়কের মাঝখানে ৮ বছর ধরে দাঁড়িয়ে আছে দু’টি বিদ্যুৎতের খুঁটি। এতে প্রায়েই এই সড়কে দুর্ঘটনা ঘটছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তা নির্মাণের সময় থেকে বারবার অভিযোগ দেয়া হলেও এই খুঁটি সরানো হয়নি। অথচ নাকের ডগার উপর দিয়ে অনবরত দুঘটনা ঘটেই যাচ্ছে। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিশ) এর মিঠামইন জোনাল অফিসের কর্মকর্তারা বলেছেন, রাস্তা নির্মাণের সময় কেউ অভিযোগ করেনি। তাই খুঁটি সরানো হয়নি। সরজমিন দেখা গেছে, অষ্ট্রগ্রাম চাতলপাড় সড়কে বাঙ্গালপাড়ার লঞ্চঘাট ও এলএসডি খাদ্য হুদাম এলাকায় দুটি খুঁটি ও অষ্ট্রগ্রাম দেওঘর সড়কের সদয়নগর এলাকায় ১টি খুঁটি রয়েছে। ৩টি খুঁটিতে  যানচলাচলের বিঘœ সৃষ্টি হচ্ছে। মাঝ সড়কে খুঁটির জন্য ২টি যানবাহন একসঙ্গে চলাচল করতে পারছে না। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে প্রায় ৮ বছর পূর্বে এ রাস্তাগুলি পাকা করা হয়। এ কাজের বাস্তবায়ন করেন উপজেলা প্রকৌশলীর কার্যালয়। এ ব্যাপারে গতকাল কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী জসীমউদ্দিন বলেন, রাস্তা নির্মাণের সময় অভিযোগ করলে খুঁটিটি সরানো যেতো। এ নিয়ে ইতিপূর্বে কেউ কোনো অভিযোগ করেনি। এখন অভিযোগ পেয়েছি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রত ব্যবস্থা নেয়া হবে।  

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status