ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

সালেক খোকনের নতুন গ্রন্থ ‘বীরত্বে একাত্তর’

স্টাফ রিপোর্টার
৫ ডিসেম্বর ২০২২, সোমবার
mzamin

বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম তারিখেই কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে লেখক ও মুক্তিযুদ্ধগবেষক সালেক খোকন-এর নতুন গবেষণাগ্রন্থ ‘বীরত্বে একাত্তর’।
মুক্তিযুদ্ধভিত্তিক এই গ্রন্থে জানা যাবে, একাত্তরে কীভাবে গেরিলারা ঢাকায় পেট্রোল পাম্প উড়িয়ে দিয়েছেন, রাজারবাগ পুলিশ লাইনসের প্রতিরোধ যুদ্ধ, একজন সাব-সেক্টর কমান্ডারের বীরত্ব ও পঁচাত্তরের ৩রা নভেম্বরে এয়ারফোর্স পাইলটদের অব্যক্ত ইতিহাস, কীভাবে গেরিলার হাতে নিহত হন পাকিস্তানের সাবেক গভর্নর আবদুল মোনেম খান ওরফে মোনায়েম খান, কী লেখা ছিল আজিমপুরের মেয়েবিচ্ছুদের লালচিঠিতে, সৈয়দপুরে বিহারিদের হত্যাযজ্ঞ, গ্রামের নাম কেন বদলে হয় আরশাদগঞ্জ- একাত্তরের এমন অজানা ঘটনা। অভিনব এই গ্রন্থে একাত্তরের চারজন বীরপ্রতীক, সাতজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও ছয়জন বীর মুক্তিযোদ্ধার বীরত্বের ইতিহাস সরল গদ্য আলোকচিত্রসহ তুলে ধরা হয়েছে। 
সতেরো জন মুক্তিযোদ্ধার অকুতোভয় সাহস ও গৌরবোজ্জ্বল বিজয়ের অজানা ঘটনা রয়েছে এই গ্রন্থে। সাক্ষাৎকারের ভিত্তিতে রচিত বাঙালির সবচেয়ে রক্তাক্ত, আত্মত্যাগের মহিমাময় প্রকৃত ইতিহাস। গল্পের ছলে বলে যাওয়া সেসব লোমহর্ষক ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে দুর্লভ আলোকচিত্র। বুকের গহিনে লুকিয়ে থাকা আমাদের মহান মুক্তিযুদ্ধের বিচিত্র অভিজ্ঞতার অনন্য আলেখ্য গ্রন্থটি। মুক্তিযুদ্ধভিত্তিক এমন গ্রন্থ প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।’ সালেক খোকন তৃণমূলে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা কাজে যুক্ত রয়েছেন বহু বছর ধরে। তার রচিত ‘যুদ্ধদিনের গদ্য ও প্রামাণ্য’ গ্রন্থটি ২০১৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক মৌলিক গবেষণাগ্রন্থ হিসেবে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার অর্জন করে। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ২৭টি। মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ১২টি। বীরত্বে একাত্তর গ্রন্থটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

বিজ্ঞাপন
গ্রন্থটির মলাট মূল্য ৪৫০ টাকা। পাওয়া যাবে সারা দেশের বই বিপণিগুলোতে।
 

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status