ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

৪ কোটিরও বেশি টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন কউক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার, কক্সবাজার থেকে
১৭ মে ২০২২, মঙ্গলবার

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ভবন নির্মাণের পর চার কোটি ৩১ লাখ টাকা বাঁচিয়ে সরকারকে ফেরত দিয়েছে কউক। এ ঘটনায় কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমেদের প্রশংসা করছেন নাগরিক সমাজ। এ ঘটনাকে কক্সবাজারের ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
সরকারের উন্নয়ন পরিকল্পনা ঘিরে ২০১৬ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) যাত্রা শুরু হয়েছিল। শুরুতে স্থায়ী অফিস ভবন ছিল না। এ অবস্থায় ১০ তলা স্থায়ী অফিস ভবন নির্মাণের জন্য ১১৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। এরই মধ্যে ভবনের কাজ শেষ করে চার কোটি ৩১ লাখ টাকা বাঁচিয়ে সরকারকে ফেরত দেয় কউক। ১৮ই মে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভবনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল দুপুর ১২টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. ফোরকান আহমদ (অব.) প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। ফোরকান আহমদ বলেন, ২০১৭ সালের ২৭শে মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভূমি বরাদ্দ কমিটির সভায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবন নির্মাণের জন্য এক একর ২১ শতক জমি বরাদ্দ দেয়া হয়। ২০১৭ সালের ৬ই মে প্রধানমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বহুতল অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
২০১৮ সালের ১৬ই জানুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় কউকের বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পটি অনুমোদিত হয়।

বিজ্ঞাপন
একই বছরের ১৫ই জুলাই আনুষ্ঠানিকভাবে অফিস এবং ২০১৭ সালের অক্টোবর থেকে ভবনের নির্মাণকাজ শুরু হয়। ২০২১ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হয়েছে। বহুতল অফিস ভবন নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেয়া হয়েছিল ১১৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা। কাজ শেষে টাকা বেঁচে যায় চার কোটি ৩১ লাখ টাকা। তা সরকারি ফান্ডে ফেরত দেয়া হয়েছে। তিনি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে ভবনের নকশা প্রণয়ন করে স্থাপত্য অধিদপ্তর। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

সিন্ডিকেট চক্রের ঈদ বাণিজ্য/ ট্রেনের ১০৫৩ টাকার এসি চেয়ার ২৫০০

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status