ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

‘ইউকে ৯৫/৯৭’ গ্রুপের প্রীতি ক্রিকেট

স্টাফ রিপোর্টার

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ৩:৫৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৫ অপরাহ্ন

mzamin

প্রতিবছরের মতো প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল যুক্তরাজ্যে বসবাসরত তরুণ বাংলাদেশীদের গ্রুপ ‘ইউকে ৯৫/৯৭’। রোববার বাকিংহামশায়ারের মিল্টন কিনস শহরের ওয়েস্ট ক্রফট প্লে গ্রাউন্ডে বৃহত্তর লন্ডন ও বার্মিংহাম  (রেস্ট অব দ্য ইউকে) টিমের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই প্রীতি ম্যাচের আয়োজনটি পরিণত হয় যুক্তরাজ্যে বসবাসরত গ্রুপ সদস্যদের মিলনমেলায়। গ্রুপের সদস্যরা যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে উপস্থিত হয়ে খেলায় অংশগ্রহণ ও উপভোগ করেন। প্রবাসের নানা কর্মব্যস্ততার মধ্যে এই ধরনের ক্রীড়া আয়োজন গ্রুপের সদস্যদের  সুস্থ শরীর ও উন্নত মানসিকতা বজায় রেখে এগিয়ে চলার পথে উদ্দীপক হিসেবে কাজ করে। উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৯৯৫ সালে মাধ্যমিক ও ৯৭ সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের মধ্য যারা যুক্তরাজ্যে বসবাস করেন তাদের গ্রুপ এটি।

রৌদ্রকরোজ্জ্বল পরিবেশে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বার্মিংহাম টিম। ইনিংসের উদ্ভোধন করেন শেখ আহমেদ ও কাফি কামাল। বাহারী কাভার ড্রাইভ, কাট, হুক শটের সমাহারে শেখ আহমেদ ৩৫ রানের একটি ইনিংস খেলেন। মাঠে নেমেই কাভার ড্রাইভ, পুলে পরপর কয়েকটি চারের শটে ২৬ রানের একটি ইনিংস খেলেন রোজেন। এসএম আম্বিয়া ও কামরুল বারীর ক্যামিও ইনিংস দুটিও ছিল উপভোগ্য।

বিজ্ঞাপন
তবে মিডল অর্ডারে নেমে দর্শনীয় সব স্কয়ার কাট, পুল, হুক ও স্লগশট খেলে অপরাজিত ৪০ করেন সাইফুল কবীর। আফজালের ছোট্ট ইনিংসের স্কয়ার কাট শটটি সবাইকে দিয়েছে এক নির্মল আনন্দ। লন্ডন টিমের ওয়াইড-নো বলের ছড়াছড়ি ও দূর্বল ফিল্ডিংয়ের কারণে বার্মিংহাম টিমের স্কোরে জমা হয় বেশকিছু অতিরিক্ত রান।

 ২২ ওভারের ম্যাচে ৮ উইকেট হারিয়ে ২০৪ রান সংগ্রহ করে বার্মিংহাম টিম। মনসুর আলী ও নাজমুল আলম রোমেল ছিলেন লন্ডন টিমের দুই সফল বোলার। ২০৫ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সাইফুলের গতি, হাসনাত ও আম্বিয়ার কুশলী বোলিংয়ের রানের গতি স্থির হয়ে পড়ে লন্ডন টিমের। বিশেষ করে লন্ডন টিমের ব্যাটিংস্তম্ভ রোমেলকে প্রথম ওভারেই সাইফুল বোল্ড আউট করে তাদের মনোবল ভেঙে দেন। সেইসঙ্গে তারা কোনঠাসা হয়ে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট পতনে। তারই ধারাবাহিকতায় কামরুলের ঘূর্ণি, কাফি ও আনোয়ারের আটোসাটো বোলিং এবং বার্মিংহাম টিমের কড়া ফিল্ডিংয়ে লন্ডন টিম রানের চাকা আর সচল করতে পারেননি। লন্ডন টিমের ব্যাটসম্যান উপল, জাবেদ, তৌহিদ, সোহাগ কেউই দেখাতে পারেননি কাঙ্খিত ব্যাটিং প্রদর্শনী। একমাত্র মনসুর আলী ক্রিজে মাটি কামড়ে একটি শম্বুক গতির অপরাজিত দীর্ঘ ইনিংস খেলেন। ১৭ ওভার ২ বলে লন্ডনের ইনিংস যখন ৯ উইকেটে ১১৫ রান এবং ৪ ওভার ৪ বলে ৯০ রান প্রয়োজন তখন হঠাৎ ঝুম বৃষ্টি নামে মাঠে। এইসময় লন্ডন টিম পরাজয় মেনে নেয়ার শর্তে ম্যাচটির ইতি টানা হয়।

 রৌদ্রকরোজ্জ্বল পরিবেশে খেলে শুরু হলেও কিছুক্ষনের মধ্যে পাল্টে যায় পরিবেশ। যুক্তরাজ্যের আবহাওয়ার প্রবচন মেনেই যেন ক্ষণে পরিবর্তিত হতে থাকে সবকিছু। কখনো ফিনফিনে বৃষ্টি, কখনো ঝিরঝিরে হাওয়া। শেষ পর্যন্ত বৃষ্টির তীব্রতার কারণেই চার ওভার বাকি থাকতে ম্যাচটির ইতি টানা হয়। আনন্দ সিংহ ম্যাচটির নানা মূহুর্তে ফেসবুক গ্রুপে লাইভের মাধ্যমে ধারাভাষ্য দেন। লন্ডন টিমে: মনসুর আলী, জাবেদ মোহাম্মদ ভূইয়া, নাজমুল আলম রোমেল, উপল মোল্লা, তৌহিদুল আলম, জাহেদ ইসলাম চৌধুরী, রুদ্র রশীদ, সাইফুল আহমেদ সোহাগ, মনিরুল হক, হাসান মাহমুদ ও মেহের খান এবং বার্মিংহাম (রেস্ট অব দ্য ইউকে )টিমে সাইফুল কবীর, আবুল হাসনাত, এসএম আম্বিয়া বিপ্লব, শেখ আহমেদ, কাফি কামাল, রোজেন, আনন্দ সিংহ বড়ুয়া, আফজাল (মিল্টন কিনস) কামরুল বারী ও আনোয়ার খান (নটিংহাম), মুন্না (ওয়েলস) অংশ নেন। মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন মিল্টন কিনসের আফজাল। মাইদুল ইসলাম মিঠু বার্মিংহাম টিমের ম্যানেজারের দায়িত্ব পালন করেন। প্রীতি ম্যাচে অংশগ্রহণকারী ‘ইউকে ৯৫/৯৭’ গ্রুপের বন্ধুদের জন্য লেইস্টারের শাহিদা শিপন দম্পতি দুপুরের সুস্বাদু লাঞ্চ ও নর্থহ্যামটনের মালিহা দম্পতি একটি কেক স্পন্সর করেন। ম্যাচ শেষে মিল্টন কিনস সিটির প্রাণকেন্দ্রে আফজালের ফ্ল্যাটে দুইটিমই যৌথভাবে কেক কেটে আয়োজন উদযাপন, ভূরিভোজন ও শেষে জম্পেস আড্ডা হয়।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status