ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

তিনদিনের মাথায় গন্ডামারা ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পরিবর্তন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

(১ বছর আগে) ১৬ মে ২০২২, সোমবার, ৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৯ অপরাহ্ন

mzamin

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নানান নাটকীয়তার মধ্য দিয়ে অবশেষে বাঁশখালী ৯ নং গন্ডামারা ইউপি নির্বাচনের আওয়ামী লীগের টিকিট শিহাব উল হক সিকদারের হাতেই। নবম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তফসিল ঘোষণার পর বাঁশখালীর ১৪টি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপের পর যাচাই-বাছাই শেষে গত শুক্রবার (১৩ মে) বিকাল ৪টা ৩৫ মিনিটে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের নাম চূড়ান্ত হয়। দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের তালিকায় গন্ডামারা ইউনিয়ন পরিষদ নির্বাচনের দলীয় মনোনয়নে চট্টগ্রাম সিটি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস জাহেদুল হক চৌধুরী মার্শালের নাম প্রকাশ করা হয়। ঠিক তিন দিন পর ১৫ই মে সেই মনোনয়ন পত্র বাতিল করে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয় গন্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিহাব উল হক সিকদারকে। 

এই নিয়ে সাধারণ জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আসলেই নৌকার টিকিট কে পেল ? এই নিয়ে চলছে নানান গুঞ্জন রাস্তাঘাট হাটবাজারসহ চায়ের দোকানে।  বাঁশখালীর ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনের বাকি ১৩ টি  ইউনিয়নের দলীয়ভাবে নৌকার টিকিট পেলেন যারা তারা হলেন- পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দিন মাহমুদ নাওয়াজ, সাধনপুর মুহাম্মদ মহিউদ্দিন খোকা, খানখানাবাদ মোহাম্মদ জসিম হায়দার, বাহারছড়া তাজুল ইসলাম, কালিপুর আনম শাহাদাত আলম, বৈলছড়ী মোহাম্মদ কফিল উদ্দিন, কাথারিয় ইবনে আমিন,সরল রশিদ আহমদ চৌধুরী, শীলকূপ মোঃ: কায়েস সরওয়ার সুমন, চাম্বল-মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইয়াছিন, পুইছড়ী জাকের হোসেন চৌধুরী, ছনুয়া মুজিবর রহমান। নির্বাচনকে ঘিরে মানুষের মাঝে উৎসব লক্ষ্য করা যাচ্ছে হাট-বাজার কিংবা চায়ের চুমুকে নির্বাচনীয় আলাপ-আলোচনা চলছে।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status