বিশ্বজমিন
ইরান
যে কারণে গ্রেপ্তার করা হলো সুপ্রিম লিডার খামেনির ভাগ্নিকে
মানবজমিন ডেস্ক
(১ বছর আগে) ২৮ নভেম্বর ২০২২, সোমবার, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির ভাগ্নি ফারিদা মোরাদখানিকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভিডিও বার্তায় তিনি বিদেশী সরকারগুলোকে ইরানের সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান জানিয়েছিলেন। এরপরই বুধবার গ্রেপ্তার করা হয় তাকে। এ খবর দিয়েছে সিএনএন।
খবরে জানানো হয়, ফারিদাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই মাহমুদ মোরাদখানি। এর আগে তার টুইটার একাউন্ট থেকেই ফারিদা ওই ভিডিওটি প্রকাশ করেছিলেন। এতে তিনি বিশ্বের দেশগুলোর প্রতি অনুরোধ জানান, যাতে তারা ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তিনি বলেন, বিশ্বের স্বাধীন মানুষেরা, আমাদের পাশে দাঁড়ান। আপনাদের দেশের সরকারকে বলুন যেনো তারা এই শিশু হত্যাকারী ইরানি শাসকদের সমর্থন দেয়া বন্ধ করে। এই সরকার না ধর্মীয় রীতিনীতিতে বিশ্বাস করে না কোনো আইন বা নিয়ম মানে। যেভাবেই হোক তারা ক্ষমতা টিকিয়ে রেখে চলেছে।
ফারিদা আরও বলেন, এখন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় চলছে।
উল্লেখ্য, ফারিদা এবং মাহমুদ আলি তেহরানির সন্তান। তিনি নিজেও একজন ধর্মীয় নেতা এবং বর্তমান শাসকগোষ্ঠীর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তবে গত মাসে তিনি মারা যান। তার স্ত্রী হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির বোন বাদ্রি হোসেইনি খামেনি। তার সন্তানেরা বহুদিন ধরেই ইরানের শাসকগোষ্ঠীর বিরোধিতা করে আসছে। এর আগেও একাধিকবার তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল।
মন্তব্য করুন
বিশ্বজমিন থেকে আরও পড়ুন
বিশ্বজমিন সর্বাধিক পঠিত
ভয়েস অব আমেরিকার রিপোর্ট/ বাংলাদেশে ‘অন্যায্য’ নির্বাচনের প্রস্তুতি
হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট/ বাংলাদেশে নির্বাচনের আগে চলছে সহিংস দমন–পীড়ন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]