ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

রুদ্ধশ্বাস জয়ে শিরোপা রিয়াদ-লিটনদের

স্পোর্টস রিপোর্টার

(১ বছর আগে) ২৭ নভেম্বর ২০২২, রবিবার, ১১:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৩ অপরাহ্ন

mzamin

বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) রুদ্ধশ্বাস ফাইনাল শেষে শিরোপা উদযাপন করলেন মাহমুদুল্লাহ রিয়াদ-লিটন দাসরা। গতকাল বিসিএল ৫০ ওভারের টুর্নামেন্টে সাউথ জোনের বিপক্ষে ৩ রানে জয় পায় নর্থ জোন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে নর্থ জোনের সংগ্রহ ছিল ৮ উইকেটে ২৪৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেন ফজলে রাব্বি। এ ছাড়া আকবর আলী ৪৪, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ ও শামীম হোসেন পাটোয়ারী করেন ৩৭ রান। জবাবে ৯ উইকেটে ২৩৮ রানে থামে বিসিবি সাউথ জোনের ইনিংস। নাসির হোসেনের ৬১ ও এনামুল হক  বিজয়ের ৫৯ রানের ইনিংসও তাদের হার বাঁচাতে পারেনি। গতকাল ম্যাচের  ক্ষণে ক্ষণে  মোড় বদলেছে। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় বিজয়-জাকির হাসানের ব্যাটে সহজ জয়ের পথে ছিল বিসিবি সাউথ জোন। এরপর মাত্র ১০ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

বিজ্ঞাপন
সেখান থেকে নাসির হোসেন ও নাসুম আহমেদের ব্যাটে আবারও জয়ের পথে ফেরে সাউথ জোন। দারুণ এক ইনিংস খেলে দলকে শিরোপা জিতিয়েই দিচ্ছিলেন নাসির, কিন্তু শেষ ওভারে খেই হারিয়ে  হেরে যায় তারা। 
নর্থ জোনকে শুরুতে চেপে ধরে সাউথ জোনের বোলাররা। বিশেষ করে প্রথম স্পেলে দারুণ করেছেন শরিফুল ইসলাম। দুই ওপেনার লিটন দাস ১ ও শাহাদাত হোসেন দিপুকে ৪ রানে দ্রুতই ফেরান এই বাঁহাতি পেসার। ২ উইকেটে ১৮ রানে পরিণত হয় নর্থ জোন। এরপর সৈকত আলী ও ফজলে রাব্বির জুটিও টেকেনি ২৭ রানের বেশি। সৈকত রান আউটে কাটা পড়েন ২২ রান করে। ৪৫ রানে ৩ উইকেট হারানো নর্থ জোনকে এরপর পথ দেখান রিয়াদ ও ফজলে রাব্বি। চতুর্থ উইকেট জুটিতে দুজনে যোগ করেন ৭৮ রান। ৫৩ বলে ৩৯ রান করে নাসির হোসেনের বলে রিয়াদ বোল্ড হলে ভাঙে জুটি। তবে অন্যপ্রান্তে ততক্ষণে ৮৯ বলে ৪ চারে ফিফটি তুলে নেন ফজলে রাব্বি। ফিফটির পর অবশ্য বেশি দূর যেতে পারেননি। ১১৪ বলে ৪ চার ১ ছক্কায় সাজান ৬৫ রানের ইনিংসটি। তবে শেষদিকে দারুণ কার্যকর দুটি ইনিংস খেলেন আকবর আলি ও শামীম পাটোয়ারী। ৪১ বলে ৩ চার ২ ছক্কায় আকবরের ব্যাট থেকে আসে ৪৪ রান। ২০ বলে ৫ চার ১ ছক্কায় শামীম করেন ৩৭ রান। শেষ ১০ ওভারে নর্থ জোনের স্কোরবোর্ডে যোগ হয় ৮৭ রান।
বল হাতে সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল। ৩১ রান খরচায় ২ উইকেট নেন মেহেদী মিরাজ।

 

 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status