খেলা
ভারত ছেড়ে আমিরাতকে ‘ঘর’ বানালো আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২২, সোমবারআগামী পাঁচ বছর সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সব ‘হোম ম্যাচ’ খেলবে আফগানিস্তান। দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে এ বিষয়ে চুক্তি সাক্ষর হয়েছে। আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ খবর জানিয়েছে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড। নতুন চুক্তির পর এখন থেকে আবুধাবি, শারজাহ ও দুবাইয়ের মধ্যে যে কোনো ভেন্যুতে নিজেদের হোম ম্যাচগুলো খেলতে পারবে আফগানরা। মাঠ ছাড়াও অত্যাধুনিক অনুশীলন সুবিধা ও আমিরাতের ভিসার বিষয়ে পূর্ণ সহযোগিতা পাবে তারা। এ চুক্তির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতি বছর একটি করে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আইসিসির ভবিষ্যত সফরসূচি অনুযায়ী, ২০২৩ সালের বিশ্বকাপের আগে তিনটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানানোর কথা রয়েছে আফগানিস্তানের। এই ম্যাচগুলো সব আরব আমিরাতেই হবে। আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকেই যাযাবর আফগানরা। দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে ঘরের মাঠে কোনো ম্যাচ খেলতে পারে না তারা।