ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

আরপিও সংশোধনে সরকারের অবস্থান জানতে চান সিইসি

স্টাফ রিপোর্টার
২৮ নভেম্বর ২০২২, সোমবার

জাতীয় সংসদ নির্বাচনের মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের প্রস্তাব নিয়ে সরকারের অবস্থান জানতে চান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আরপিও সংশোধন নিয়ে তিনবার চিঠি দিয়েও আইন মন্ত্রণালয়ের কোনো সাড়া না পাওয়ায় গতকাল শেষবারের মতো চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এতে আগামী ১৫ই ডিসেম্বরের মধ্যে সাড়া দেয়ার সময় বেঁধে দেয়া হয়েছে। কাজী হাবিবুল আউয়াল বলেন, যেহেতু আমরা সময় বেঁধে দিয়েছি। আশা করছি ওই সময়ের মধ্যে তারা একটা রেসপন্স নিশ্চয় করবেন। সরকারের বিভিন্ন ব্যস্ততা থাকে, যার ফলেই দেরি হয়েছে। আমরা বিশ্বাস করি ব্যস্ততার কারণে হয়তো তারা সময় করে উঠতে পারেননি। অনন্তকাল ধরে একটা মেটার নিয়ে বসে থাকতে পারবো না জানিয়ে সিইসি বলেন, আমরা বিষয়টা শেষ করে দিতে চাই। এটা যদি ঠিক না হয়, তাহলে আমরা অন্য কাজে মনযোগ দেবো।

বিজ্ঞাপন
আমরা এই চিঠির পর আর রিকোয়েস্ট করবো না। চিঠির জবাব যদি না আসে, কিংবা আইনি সংস্কারও না হয় সেক্ষেত্রে ভোট কেমন হবে? এমন প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, বেঁধে দেয়া সময়সীমার পর আমাদের কী করতে হবে সে বিষয়ে কমিশন বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নেবো। বিষয়টা কতোটা গুরুত্বপূর্ণ, তখন আমরা সেটা বিবেচনা করে দেখবো। আরপিও গুরুত্বপূর্ণ বলেই তো সংশোধনের প্রস্তাব পাঠিয়েছিলেন? এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সবকিছুই যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ঠিক তা নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয়ই আছে যা সবসময় অ্যাড্রেস হবে তা তো না। সরকারেরও একটা নিশ্চয় যুক্তি আছে বা যুক্তি থাকবে। আরপিও সংশোধনে আমাদের প্রত্যাশার বিপরীতে সরকারেরও যুক্তি থাকতে পারে। এটা অলরেডি অ্যাড্রেস আছে কোথাও। আমরা চেয়েছিলাম যে, সরকারের রেসপন্স কি? তাদেরও এই আইনটা নিয়ে একটা যুক্তি থাকতে পারে, কারণ অথরিটি তারা। অথরিটি সরকার ও পার্লামেন্ট। তারা যদি মনে করেন পর্যাপ্ত আইন রয়ে গেছে। এ বিষয়ে করার কিছু নেই, এইটুকু আমাদের জানিয়ে দিলেও আমরা সেটা বিবেচনা করতে পারতাম। আইন সংশোধন না হলে কী প্রত্যাশিত ভোট হবে? এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ নিয়ে কোনো মন্তব্য এখন আর করবো না।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

মোবাইল হ্যান্ডসেট/ ‘মেইড ইন বাংলাদেশ’ এখন সংকটে

মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status