ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

৮৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৬

স্টাফ রিপোর্টার
২৭ নভেম্বর ২০২২, রবিবার

ডাকাতি করার জন্য বিভিন্ন দলে বিভক্ত হতো তারা। এরপর ডিবি পুলিশ, সিআইডি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যাংকসহ আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে ব্যবসায়ীসহ আর্থিক লেনদেনকারীদের গতিবিধি পর্যবেক্ষণ করতো। পথিমধ্যে যেসব জায়গায় সিসি ক্যামেরা নেই, এরকম জায়গায় সুযোগ বুঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ভিকটিমদের গতিরোধ করতো। ভিকটিমদের নামে মামলা কিংবা ওয়ারেন্ট আছে বলে টাকার ব্যাগসহ গাড়িতে তুলে নিতো। এরপর টাকা, মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিয়ে মারধর করে সুবিধামতো জায়গায় ফেলে পালিয়ে যেতো। শুধু তাই নয়, ডাকাতির পূর্বে ঘটনাস্থল রেকি করতো চক্রটি। কাজে ব্যবহার করতো মাইক্রোবাস।  ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের ডাকাতি করার কৌশল নিয়ে এমনটি জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গত ১৩ই নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের ব্যবসায়ী কেরামত আলীর কাছ থেকে ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলার ছায়া তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার ৬ জনের সম্পৃক্ততা পায় ডিবি।

বিজ্ঞাপন
পরে শুক্রবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ লাখ টাকা, ওয়্যারলেস ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- সোহাগ মাঝি (২৮), মো. দেলোয়ার (২৬), জয়নাল হোসেন (২৮), মো. সোহেল (২৭), মো. জনি (৩২) ও মো. আজিজ (৫৭)। গতকাল সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, গত ১৩ই নভেম্বর দুপুরে ব্যবসায়ী কেরামত আলী দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও বাজারে নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে নগদ ৮৫ লাখ টাকা নিয়ে পিকআপে করে আব্দুল্লাহপুরস্থ সাউথইস্ট ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেন। পথে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন ডাকাত কেরামত আলীর গতিরোধ করে নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেয়। পরে মাইক্রোবাস ও মোটরসাইকেলযোগে পালিয়ে যায়। ডাকাতির ঘটনায় কেরামত আলী গত ১৪ই নভেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন। ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত চার জনকে শুক্রবার  সাভার কাউন্দিয়া থেকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যমতে পটুয়াখালী সদর থেকে একজনকে ১৯ লাখ টাকাসহ এবং যাত্রাবাড়ীর কাজলা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও এক লাখ টাকাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল কেরানীগঞ্জ থানা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ডাকাতির কাজে তারা হ্যান্ডকাফ, ওয়্যারলেস ও খেলনা পিস্তল ব্যবহার করে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। তবে মোটা অঙ্কের টাকা বহনের ক্ষেত্রে থানা পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ দিয়েছেন ডিবি’র এই কর্মকর্তা

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status