ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

রাজনীতি

ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি

(১ বছর আগে) ২৩ নভেম্বর ২০২২, বুধবার, ৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:০০ অপরাহ্ন

mzamin

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক,  সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দিয়ে ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের এ আশা সফল হবে না। যদি তারা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাহলে পুলিশ এ্যাকশনে যাবে, আমরা কখনোই জঙ্গিবাদকে  আশ্রয় প্রশ্রয় দেবো না, যেকোন মূল্যে তা প্রতিহত করা হবে। বুধবার দুপুরে নবনির্মিত নরসিংদীর মনোহরদী থানার ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এ সময় আগামী ১০ই ডিসেম্বর ঢাকা বিএনপির সমাবেশকে নিয়ে কি  ভাবছেন স্থানীয় গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিএনপি আবারও বন্দুকের সন্ধানে বের হয়েছে এবং বন্দুকের নলের ডগায় আবারও ক্ষমতায় আসতে চায়।  যদি এমনটাই হয় তাহলে পুলিশ তাদের প্রতিহত করবে। বাংলাদেশে কোন জঙ্গিবাদের উত্থান হতে দেওয়া যাবেনা।

নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী নুরুল মজীদ মাহমুদ হুমায়ূন এমপি, নরসিংদী ২ আসনের  সংসদ সদস্য আনোয়ারুল অশরাফ খান দিলিপ, নরসিংদী ৩ আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান  মনির হোসেন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড,মশিউর রহমান মৃধা প্রমুখ। এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাএলীগ, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যসহ সুশীল সমাজের গণ্যমাণ্য ব্যাক্তিগণ উপস্থিতি ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

   

রাজনীতি সর্বাধিক পঠিত

পিটার হাসকে ওবায়দুল কাদেরের প্রশ্ন/ যুক্তরাষ্ট্র গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status