ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

‘বাঞ্ছারামপুরে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা- সবকিছুর হিসাব নেয়া হবে’

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
২৪ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন-  ২০১৪ ও ১৮’র মতো বিনাভোটে লুটপাটের মাধ্যমে ক্ষমতায় আসা যাবে না, ২০২৪ সালে সেই ওয়াকওভার পাবেন না। বাংলাদেশের মানুষ আপনাদের সমীচীন জবাব দেবে। বুধবার দুপুরে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে নিহত নয়নের বাড়িতে তার মাতা, স্ত্রী ও পরিবারবর্গের সঙ্গে দেখা করে তাদের প্রতি সমবেদনা জানানোর পর এক সমাবেশে এসব কথা বলেন- তিনি। তিনি আরও বলেন, কেন আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি দূরে সরিয়ে রেখেছেন। আমাদের ৩৫ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কেন মিথ্যা মামলা দিয়ে রেখেছেন। সে জবাব আপনাদের দিতে হবে। ছাত্রদল নেতা নয়ন লিফলেট বিতরণ করার কারণে বিনা দোষে, বিনা কারণে পাখির মতো গুলি করে হাসিনার পুলিশ লীগ হত্যা করেছে। এ বিচার বাঞ্ছারামপুরের মাটিতেই হবে।  মানুষ সহ্য করে ও সহনশীল। কিন্তু তারা ভুলে যায় না।

বিজ্ঞাপন
১৯৭২ থেকে ৭৫ পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসন মানুষ কিন্তু ভুলে নাই। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তে ভোট কারচুপির মাধ্যমে ২০০৮ সালে ক্ষমতায় এসেছেন। তারপর থেকে বিনা ভোটে নির্লজ্জের মতো ক্ষমতায় বসে আছেন।  সবকিছুুর হিসাব আমরা নেবো। কেন আমার হাজার হাজার ভাইকে গত ১৪ বছরে বিনা দোষে হত্যা করা হয়েছে। কেন আমার ভাইদের গুম করা হয়েছে। এই যে রাস্তায় রাস্তায় বাধা দিচ্ছেন। পথে পথে পুলিশ দিয়ে তল্লাশি করছেন। গণপরিবহন বন্ধ রাখছেন। সম্মেলনে মানুষের যাওয়া কি বন্ধ রাখতে পারছেন। যে যেভাবে পারে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। একটা জনসমাবেশ দেখেন জনসমুদ্র। প্রতিনিধিদলে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য  গয়েশ্বর চন্দ্র রায় ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট রফিক শিকদার, সাবেক এমপি এমএ খালেক, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status