ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

দেশ বিদেশ

যশোর থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচি

স্টাফ রিপোর্টার, যশোর থেকে
২৩ নভেম্বর ২০২২, বুধবার

আগামীকাল ২৪শে নভেম্বর যশোরের জনসভাই হবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার করোনা পরবর্তী ঢাকার বাইরের প্রথম কোনো বৃহত্তম জনসভা। এরপর তিনি দেশব্যাপী দলীয় কার্যক্রমে অংশ নেবেন। সে কারণে যশোরের জনসভা ঐতিহাসিক হতে যাচ্ছে। এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই যশোরই দেশের মধ্যে প্রথম হানামুক্ত জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। এই যশোরের মাটিতেই ৬ই ডিসেম্বর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীসহ নেতৃবৃন্দ প্রথম স্বাধীন দেশে জনসভা করেছিলেন। এসব কারণে যশোরের একটা আলাদা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেই যশোর থেকেই প্রধানমন্ত্রী আগামী নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী তার রাজনৈতিক কর্মসূচির সূচনা করবেন। উল্লেখ্য, ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর যশোর ঈদগাহ ময়দানে সর্বশেষ রাজনৈতিক ও নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। 

এদিকে এই জনসভাকে কেন্দ্র করে এই অঞ্চলে দলের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। যশোর জেলা আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করার চ্যালেঞ্জ নিয়ে মাঠে সরব রয়েছেন।

বিজ্ঞাপন
যশোর ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের বিভাগীয় শহর খুলনাসহ বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর. ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের সংসদ সদস্যবৃন্দ এবং এসব জেলার আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই জনসভাকে সফল করতে রাতদিন পরিশ্রম করছেন। 

প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসএসএফ’র সদস্যবৃন্দ জনসভাস্থলসহ আশপাশের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিয়মিত টহল অব্যাহত রেখেছে। জনসভাস্থল যশোর স্টেডিয়াম সংলগ্ন দু’টি কলেজের চলমান এইচএসসি পরীক্ষার সেন্টার ইতিমধ্যে পরিবর্তন করে বোর্ড কর্তৃপক্ষ প্রজ্ঞাপন জারি করেছে। এদিকে প্রধানমন্ত্রীর এই জনসভাকে কেন্দ্র করে গোটা অঞ্চলকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জনতার ঢল সামাল দিতে ইতিমধ্যে স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারি ভেঙে রাজ্জাক কলেজের মাঠের সঙ্গে স্টেডিয়ামের মাঠকে একাকার করা হয়েছে। স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আমেনা গ্যালির কাছে করা হয়েছে জনসভার মঞ্চ। নৌকার আদলে নির্মিত এই মঞ্চের উত্তর, পূর্ব ও পশ্চিম পার্শ্বে জনতার বসার স্থান করা হয়েছে। সরকারি এম এম কলেজের আসাদ গেট সংলগ্ন স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে জনসভা মঞ্চে প্রবেশ করবেন প্রধানমন্ত্রীর গাড়িবহর। ইতিমধ্যে এসএসএফ প্রধানমন্ত্রীর প্রবেশ পথের দুই পার্শ্বের সব স্থাপনা বিশেষ করে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

   

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status