রকমারি
শুধু বিস্কুট খেয়েই বেঁচে আছেন এই তরুণী
মানবজমিন ডিজিটাল
(৪ মাস আগে) ১৯ নভেম্বর ২০২২, শনিবার, ১২:১১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৭ পূর্বাহ্ন

বিরলতম অসুখে আক্রান্ত ব্রিটেনের তালিয়া সিনোট। অসুখের নাম গ্যাস্ট্রোপেরেসিস। বিশেষ এক ভাইরাস থেকেই এই রোগের সূত্রপাত, যার জন্য তালিয়াকে এখন প্রতিদিন নিজের হজম-পদ্ধতির সাথে লড়াই করতে হচ্ছে। এই ভাইরাস তাঁর সমগ্র হজম-পদ্ধতি নষ্ট করে দিয়েছে। তারপর বহু চিকিৎসার পরেও সুফল মেলেনি। ২৫ বছর বয়সী এই তরুণী কিছু খেতে গেলেই বমি হয়ে সব খাবার বেরিয়ে যায়। একমাত্র ডায়জেস্টিভ বিস্কুট ছাড়া সে আর অন্য কিছুই হজম করতে পারে না। প্রতিদিন অন্তত ১০ বার অন্য কিছু খাবার চেষ্টা করে তালিয়া। কিন্তু খেতে গেলেই পেতে শুরু হয় অসহ্য ব্যাথা। তার পরিবার একটি গ্যাস্ট্রিক পেসমেকারের জন্য ৮০ হাজার পাউন্ড সংগ্রহ করার চেষ্টা করছে, যা তাকে খাবার হজম করাতে সাহায্য করবে ।
সূত্র : .mirror.co.uk