রাজনীতি
যে কারণে বিএনপির সমাবেশে মান্নান শেখ
নূরে আলম জিকু, ফরিদপুর থেকে
(২ বছর আগে) ১২ নভেম্বর ২০২২, শনিবার, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:৩৬ পূর্বাহ্ন

জ্বালানি তেল আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া। আয়ের অনুপাতে ব্যয় বেশি। পরিবারের ভরণপোষণ নিয়ে সংসারে অশান্তি। সব মিলিয়ে অতিষ্ঠ ফরিদপুরের আব্দুল মান্নান শেখ। এজন্য বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ফরিদপুর বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছেন তিনি। কথা হলে তিনি বলেন, পাশেই আমার বাড়ি। গত কয়েক বছর ধরে দ্রব্যমূলের ঊর্ধ্বচাপে অতিষ্ঠ হয়ে গেছি। আর পারছি না। এই সরকার দ্রব্যমূলের দাম বাড়িয়েই যাচ্ছে। কমাতে পারছেন না। সরকারের লোকজন সিন্ডিকেট করে সবকিছু দাম বাড়িয়েই যাচ্ছে। আমরা সাধারণ মানুষ বিপদে আছি। এখন আর এই সরকার চাই না। পরিবর্তন চাই। নতুন সরকার চাই। এজন্য বিএনপির ডাকে বাসায় থাকতে পারিনি। সমাবেশে চলে আসছি। আমার ছেলেরাও সমাবেশে যোগ দিয়েছে।
এদিকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিসহ বিভিন্ন ইস্যুতে ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ আজ। বেলা ১১ টায় ফরিদপুর শহরের উপকণ্ঠে কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই বিভাগীয় সমাবেশ। আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল।