ঢাকা, ৮ মে ২০২৪, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৮ শাওয়াল ১৪৪৫ হিঃ

অনলাইন

বাংলাদেশের ট্রেনে এমন যাত্রী দেখে বিশ্ব হতবাক: বৃটিশ পত্রিকার রিপোর্ট

মানবজমিন ডিজিটাল

(১ বছর আগে) ১৩ মে ২০২২, শুক্রবার, ৭:৫২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২৮ অপরাহ্ন

mzamin

বাংলাদেশের গ্রামাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা একটি লোকে লোকারণ্য ট্রেন নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল।

শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাজার হাজার মানুষ যখন ঈদের ছুটি উদযাপন করে ফিরে আসছিলেন তখন আশ্চর্যজনক এক ফুটেজে উঠে এসেছে যে, একটি সবদিকে পরিপূর্ণ ট্রেন বাংলাদেশে ছুটে চলছে।

গ্রামাঞ্চলের মধ্য দিয়ে ছুটে চলা ওই ট্রেনের সামনে, পাশে এবং ছাদে আটকে থাকতে বাধ্য হয় অগণিত যাত্রী। ট্রেনের ভেতর একজন বসারও জায়গা ছিল না। ওই ফুটেজ দেখে বিশ্বজুড়ে অনেক মানুষ হতবাক হয়েছেন  এ কারণে যে, এই ধরনের বিপজ্জনক পরিবহনের অনুমতি দেওয়া হয়েছে।

রেডিট (সামাজিক যোগাযোগের সাইট) এ এক ব্যক্তি  প্রশ্ন করেছেন, "ট্রেনটিতে যদি ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কতজন আহত হতো? ৫,০০০ এর মতো?"

আরেকজনের মন্তব্য ছিল, "এমন পরিবেশে বসবাস করার কথা ভাবাও যায় না।"

অন্যজন লিখেছেন, "আমি বুঝতেও পারছি না যে এটা কেমন জিনিস'।

তবে, একজন উল্লেখ করেন যে, যারা রাজধানী ঢাকায়  কাজের জন্য আসেন তাদের কাছে এটা 'নিত্যদিনের ব্যাপার'।

তারা বলেন, "ঈদের মতো যেকোনো ছুটি মানেই ঢাকার সব প্রধান সড়কগুলো অবরুদ্ধ হয়ে যাবে। কোথাও যাওয়া যাবে না।"

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status