খেলা
উইন্ডিজ সফরে দলের সঙ্গে যাবেন না হেরাথ
স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২২, শুক্রবারওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। পরিবারকে সময় দিতে শ্রীলঙ্কায় ফিরে যাবেন দেশটির সাবেক স্পিন তারকা। এই প্রসঙ্গে বাংলাদেশ দলের পরিচালক খালেদ মাহমুদ সুজন বলেন, ‘পরিবারকে সময় দিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে থাকবেন না হেরাথ।’ আগামী মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কায় চলমান অস্থিরতার মধ্যেই দেশটির ক্রিকেট দল রয়েছে বাংলাদেশ সফরে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন এ লঙ্কান কোচ।
গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজের আগে দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন রঙ্গনা হেরাথ। পরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তি বর্ধিত হয়।
হেরাথের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কে থাকবেন, সেটা এখনো নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ধারণা করা হচ্ছে, হেরাথের বদলি হিসেবে দেশসেরা স্পিন বোলিং কোচ সোহেল ইসলাম ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সঙ্গে যেতে পারেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ অ্যান্টিগায় ১৬-২০শে জুন খেলবে প্রথম টেস্ট। আর ২৪-২৮শে জুন দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে সেন্ট লুসিয়ায়। সফরে প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ ও ৩রা জুলাই ডমিনিকায়। তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায় ৭ই জুলাই । তিন ওয়ানডে গায়ানাতে যথাক্রমে ১০, ১৩ ও ১৬ই জুলাই অনুষ্ঠিত হবে।