রকমারি
১০৭ বছরের বৃদ্ধের মুখে বের হচ্ছে নতুন দাঁত!
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১৯ এপ্রিল ২০২২, মঙ্গলবার, ১০:৫৪ পূর্বাহ্ন

ঠিক শিশুর মতোই যেন। ১০৭ বছরের বৃদ্ধের মুখে তুলে দেয়া হয় পায়েস, মিষ্টান্ন। আয়োজন অন্নপ্রাশনের। যে বয়সে অনেকের মুখে দাঁত থাকে না সে বয়সে নতুন করে দাঁত গজিয়েছে এই বৃদ্ধের। এ উপলক্ষ্যে ধুমধাম করে খাওয়ানো হলো লোকজনকে।
এমনই এলাহি কারবার হয়েছে হাওড়ার উদয়নারায়নপুর বাসিন্দা তারাপদ হাজরার। একটি বা দুটি নয়। পর পর তার তিনটি নতুন দাঁত বেরিয়েছে।
বৃদ্ধের ১০৭ বছর বয়সে ফের নতুন করে দাঁত গজানোর আনন্দেই পরিবারের লোকেরা তার অন্নপ্রাশনের ব্যবস্থা করলেন।
তারাপদবাবুর স্ত্রী চানকী হাজরা বছর ছয়েক আগে মারা গেছেন। তারাপদবাবুর ছেলে সুকুমার বলেন, “এই বয়সেও বাবার কোনো শারীরিক সমস্যা নেই। মায়ের মৃত্যুর পর তিনি কিছুটা ভেঙে পড়েছিলেন। কিছুদিন পর স্বাভাবিক হন।”
তারাপদবাবুর অন্নপ্রাশন অনুষ্ঠান উপলক্ষে বাড়ির আশেপাশে ছিল সাজ সাজ রব।
কিন্তু এই বয়সেও কি দাঁত বের হয়? দন্ত চিকিৎসকরা জানাচ্ছেন, বিষয়টা অস্বাভাবিক নয়। এমন হতেই পারে। মেডিক্যাল পরিভাষায় বলা হয় “সুপারনিউমেরারীটুথ”। এই বয়সে মাড়ি শুকিয়ে যায়। দাঁত পড়ে গেলেও দাঁতের অঙ্কুর রয়ে যায়।