রকমারি
আপনি কি জানেন, আপনার গায়ের গন্ধ মশাদের চুম্বকের মতো আকর্ষণ করে?
মানবজমিন ডিজিটাল
(২ বছর আগে) ২১ অক্টোবর ২০২২, শুক্রবার, ১২:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:২৫ পূর্বাহ্ন

আপনাকে কি অন্যদের থেকে বেশি মশা কামড়ায়? তাহলে বুঝবেন আপনার গায়ের গন্ধটিকে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করছে মশারা। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে যে, কিছু লোকের ত্বকে রাসায়নিকের উপস্থিতির কারণে মশারা তাদের দিকে চুম্বকের মতো আকৃষ্ট হয়। শুধু তাই নয়, তারা পোকামাকড়ের কাছেও অত্যন্ত প্রিয় পাত্র হয়ে ওঠে। নিউইয়র্কের রকফেলার ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে, যাদের ত্বকে নির্দিষ্ট অ্যাসিডের মাত্রা বেশি থাকে তারা স্ত্রী মশা এডিস ইজিপ্টির কাছে ১০০ গুণ বেশি আকর্ষণীয়। এই মশা আবার ডেঙ্গু, চিকুনগুনিয়া, হলুদ জ্বর এবং জিকার মতো রোগ ছড়ানোর জন্য দায়ী। কয়েক বছর ধরে মানুষের ত্বকের গন্ধের প্রতি মশার আকর্ষণ নিয়ে একাধিক গবেষণা করা হয়েছে।মঙ্গলবার সেল জার্নালে প্রকাশিত ফলাফলগুলি, গবেষণার ক্ষেত্রে একটি অগ্রগতি বলে ধরা যেতে পারে। শুধু তাই নয় এই মানব দেহের এই গন্ধগুলিকে পরিবর্তন করতে পারলে মশা-বাহিত রোগের বিস্তারও রোধ করা সম্ভব। যাদের ত্বকে কার্বক্সিলিক অ্যাসিডের মাত্রা বেশি তাদের প্রতি মশার আকর্ষণও বেশি। যদিও এটি জানা ছিল যে, কিছু লোককে মশারা বেশি কামড়ায় তবে এই ঘটনার পিছনে সঠিক বিজ্ঞান এতদিন বোঝা যায়নি। পূর্ববর্তী গবেষণায় বলা হয়েছে যে, মানব জাতির প্রায় ২০ শতাংশ পোকামাকড় দ্বারা কামড়ানোর জন্য বেশি সংবেদনশীল।এটি আসলে মানুষের রক্তের ধরণ, পোশাক এবং শরীরের তাপমাত্রার মতো অনেকগুলি কারণের ওপর নির্ভরশীল।
সূত্র : metro.co.uk