অনলাইন
সমীক্ষা প্রতিবেদন
আমেরিকান মুসলিমরা চাকরিদাতা, সেনাবাহিনীতে যোগদানের হার বেশি, অনেকেই বাইডেন সমর্থক
তারিক চয়ন
(২ বছর আগে) ৪ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:০২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের এক নতুন সমীক্ষা অনুযায়ী, আমেরিকান সমাজে মুসলিমরা সাফল্য খুঁজে পাচ্ছেন। কলেজ গ্রাজুয়েশন, কাজ করা থেক শুরু করে লাখ লাখ মানুষের কাজের সংস্থান করছেন মুসলিমরা। দেশটির সেনাবাহিনীতে মুসলিমদের যোগদানের হারও অনেক বেশি। ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টিকে সমর্থনকারী মুসলিমদের মধ্যে ভোটার রেজিষ্ট্রেশনের হারও দিনদিন বাড়ছে।
যুক্তরাষ্ট্রের মুসলিমদের গতিপ্রকৃতি অনুসরণ করা সংগঠন 'ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং' (আইএসপিইউ) দেশটির মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী এবং ধর্মীয় সংশ্লিষ্টতাহীন বিভিন্ন গোষ্ঠীর ওপর জরিপ চালিয়েছিল যার বিস্তারিত ফলাফল গত আগস্ট মাসে "আমেরিকান মুসলিম পোল ২০২২: আ পলিটিক্স অ্যান্ড প্যানডেমিক স্ট্যাটাস রিপোর্ট" শিরোনামে প্রকাশিত হয়।

মানবজমিনের পাঠকদের জন্য ওই জরিপে প্রাপ্ত বিভিন্ন ফলাফল তুলে ধরা হলোঃ
কলেজ গ্রাজুয়েশনে এগিয়ে মুসলিমরাঃ ২৫ বা তার বেশি বয়সী অন্যান্য আমেরিকানদের তুলনায় মুসলিমদের মধ্যে কলেজ ডিগ্রী অর্জনের সম্ভাবনা বেশি। ৪৬ শতাংশ মুসলিম কলেজ গ্রাজুয়েশন সম্পন্ন করেন, যেখানে সার্বিকভাবে মোট জনগোষ্ঠীর ক্ষেত্রে এই হার ৩৮ শতাংশ। অবশ্য ইহুদীদের ক্ষেত্রে সেটা ৬০ শতাংশ।
কাজ করায় এগিয়েঃ
৪৩ শতাংশ আমেরিকান মুসলিম পূর্ণকালীন কাজ করেন। সেই সাথে ০৯ শতাংশ মুসলিম খন্ডকালীন কাজে নিয়োজিত।
আমেরিকান মুসলিমরা চাকরিদাতাঃ
০৮ শতাংশ মুসলিম স্বনির্ভর বা তাদের নিজেদের ব্যবসা রয়েছে। মুসলিম ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকরা প্রত্যেকে গড়ে ৮ জন করে কর্মী নিয়োগ দেন, যা যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ লাখ চাকরির সুযোগ তৈরিতে সমর্থন যুগিয়েছে।
সেনাবাহিনীতে যোগদানের হার বেশিঃ
অনেক মুসলিম স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যোগ দেন এবং সামরিক কাজে তাদের যোগদানের হার সাধারণ জনগণের তুলনায় বেশি। দেশটিতে নাগরিকত্বের দিক বিবেচনায় অন্যদের তুলনায় (৯২%-৯৯%) মুসলিমদের হার (৮৩%) কম হলেও দেশটির সেনাবাহিনীতে মুসলিমদের যোগদানের হার বেশি (১১%)।
সঠিক পথে দেশ, বাইডেন প্রশাসনে সন্তুষ্টঃ
দেশ সঠিক পথে এগুচ্ছে- এ নিয়ে আশাবাদী আমেরিকার মুসলিমদের একটি বড় অংশ। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জমানার তুলনায় তারা প্রেসিডেন্ট জো বাইডেন জমানায় অনেক বেশি সন্তুষ্ট। ২০২২ সালে তাদের মধ্যে সন্তুষ্টির হার ৪৯ শতাংশ হলেও এর আগে ছিল যথাক্রমে ২০২০ সালে ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৩৩ শতাংশ, ২০১৮ সালে ২৭ শতাংশ, ২০১৭ সালে ৪১ শতাংশ। প্রতি ১০ জনে ৬ জন মুসলিম প্রেসিডেন্ট বাইডেনের কাজকে সমর্থন করেন।
মুসলিমদের ভোটার রেজিষ্ট্রেশন বাড়ছেঃ
আমেরিকায় অন্যদের তুলনায় মুসলিমদের ভোট প্রদানের সক্ষমতা কম (৭৯ শতাংশ বা প্রতি ১০ জনে ৮ জনেরও কম)। কিন্তু, ২০১৬ (৬০ শতাংশ) সালের তুলনায় ২০২২ সালে এসে ভোটার রেজিষ্ট্রেশনের হার লক্ষণীয়ভাবে (৮১ শতাংশ) বেড়েছে।
বেশিরভাগ মুসলিমই ডেমোক্রেটঃ
৪৬ শতাংশ বা প্রতি ১০ জনে প্রায় ৫ জন মুসলিম যুক্তরাষ্ট্রে ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টিকে সমর্থন করেন। অন্যদিকে, প্রতি ১০ জনে মাত্র ১ জন মুসলিম রিপাবলিকান পার্টির সমর্থক।
জলবায়ু পরিবর্তন ভয়াবহ হুমকিঃ
অর্ধেকেরও বেশি (৫৬ শতাংশ) মুসলিম জলবায়ু পরিবর্তনকে মনুষ্যসৃষ্ট 'ভয়াবহ হুমকি' বলে মনে করেন। এ নিয়ে সরকারের নীতিমালাকে সবচেয়ে বেশি সমর্থন করেন মুসলিমরাই (৭১ শতাংশ)।
উল্লেখ্য, আইএসপিইউ এর এবারের প্রতিবেদনটি মুসলিম সহ অন্যান্য ধর্মাবলম্বী এবং ধর্মীয় সংশ্লিষ্টতাহীন বিভিন্ন গোষ্ঠীর ওপর পরিচালিত এ ধরনের ষষ্ঠ জরিপ। যাতে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বিদ্যায়তনিক পরিসরে মুসলিমদের অবদানের কথা উল্লেখ করা হয়েছে।
এসব নিয়ে সম্প্রতি শেয়ারআমেরিকা (যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য জানানোর ব্যবস্থা) এর সাথে কথা বলেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এর ফস্টার স্কুল অব বিজনেসের কনসাল্টিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মাইকেল ভারকট। তিনি বলছিলেন, "আমেরিকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ৪ মিলিয়নের (৪০ লাখ) পথে যাওয়ার পাশাপাশি ছোট ব্যবসা প্রতিষ্ঠানে মুসলিমদের মালিকানা বাড়ছে।"
নিউ ইয়র্ক সিটিতে ৯৬,০০০ এবং স্টেট অব মিশিগানে ৩৬,০০০ মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের কথা উল্লেখ করে ভারকট বলেন, “এটি যুক্তরাষ্ট্রের মুসলিমদের ক্রমবর্ধমান ব্যবসায় উদ্যোগের নির্দেশক, যেগুলো অভ্যন্তরীণ ও বৈশ্বিক উভয় জনগোষ্ঠীকেই সেবা দিয়ে থাকে। আমেরিকান মুসলিম-মালিকানাধীন এসব ছোট ব্যবসা প্রতিষ্ঠানের উত্থান দেখাটা দারুণ ব্যাপার, যারা বিশ্বজুড়ে ক্রেতা ও গ্রাহকদের চাহিদা পূরণ করছে।”