দেশ বিদেশ
শ্রমিকরা যেন চাঁদাবাজি না করতে পারে আমরা খেয়াল রাখতাম: মন্নুজান সুফিয়ান
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবারশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ১৯৭৩ সাল থেকেই আমি আওয়ামী লীগ করি, শ্রমিক নেতৃত্ব থেকে উঠে এসেছি। সেই সময়েই শ্রমিকরা যেন চাঁদাবাজি না করতে পারে আমরা খেয়াল রাখতাম। মনিটরিং করার জন্য বিশেষ বিভাগীয় প্রতিনিধি থাকতো। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং চিন্তা চেতনায় আধুনিক। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই আমরা বুঝতে পারি। শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন যেমনি ভাবে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি চেয়েছেন। বঙ্গবন্ধু প্রথমে অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে স্বাধীনতাও চেয়েছেন। বঙ্গবন্ধু অনেক ভাগ্যবান ছিলেন যে তার ৪ জন সহচর ছিল যাদের আমরা জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছি। প্রতিমন্ত্রী আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসের পাশাপাশি জননেত্রী শেখ হাসিনার জন্য আমৃত্যু পর্যন্ত কাজ করে যাবো। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. প্রকৌশলী মো. হাবিবুর রহমান, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা, কামরুল হাসান খান, আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, আইইবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ। আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশারের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আইইবি’র কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম তুহিন এবং হাবিব আহমদ হালিম (মুরাদ), দেবু কুমার মণ্ডল, আতাউর রহমান প্রমুখ।