দেশ বিদেশ
শ্রমিকরা যেন চাঁদাবাজি না করতে পারে আমরা খেয়াল রাখতাম: মন্নুজান সুফিয়ান
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২২, শুক্রবারশ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, ১৯৭৩ সাল থেকেই আমি আওয়ামী লীগ করি, শ্রমিক নেতৃত্ব থেকে উঠে এসেছি। সেই সময়েই শ্রমিকরা যেন চাঁদাবাজি না করতে পারে আমরা খেয়াল রাখতাম। মনিটরিং করার জন্য বিশেষ বিভাগীয় প্রতিনিধি থাকতো। গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), ঢাকা কেন্দ্রের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং চিন্তা চেতনায় আধুনিক। আমি বিশ্বাস করি, বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি হলেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই আমরা বুঝতে পারি। শেখ হাসিনা বাঙ্গালি জাতিকে অর্থনৈতিক মুক্তি দেয়ার জন্য কাজ করে যাচ্ছেন যেমনি ভাবে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তি চেয়েছেন। বঙ্গবন্ধু প্রথমে অর্থনৈতিক মুক্তির সঙ্গে সঙ্গে স্বাধীনতাও চেয়েছেন। বঙ্গবন্ধু অনেক ভাগ্যবান ছিলেন যে তার ৪ জন সহচর ছিল যাদের আমরা জাতীয় নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছি।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
মানবজমিনকে শরীফ নুরুল আম্বিয়া/ পথটা হয়তো ভিন্ন ভিন্ন, লক্ষ্য একই
মানবজমিনকে ফয়জুল করীম/ পাতানো নির্বাচন প্রতিহতের চেষ্টা করবো
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]