দেশ বিদেশ
নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত
স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারনোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে আবদুল ওয়াদুদ পিন্টুর পক্ষে ছিলেন সিনিয়র এডভোকেট মো মোমতাজ উদ্দিন ফকির, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। তাদেরকে সহযোগিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটুর পক্ষে ছিলেন আইনজীবী মো. রুহুল কুদ্দুস কাজল। পরে ডিএজি আমিন উদ্দিন মানিক জানান, নোয়াখালী জেলা পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবদুল ওয়াদুদ পিন্টুর আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান পদের নির্বাচন ১৮ই অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। আগামী ১৭ই অক্টোবর আপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে। তবে মেম্বার পদের ভোট নির্দিষ্ট সময়ে হয়ে যাবে। এর আগে ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী আলাবক্স টিটু ডিভিশনাল কমিশনারের মনোনয়ন বাতিল হওয়ায় হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। রিট আবেদনে হাইকোর্ট ডিভিশনাল কমিশনারের আদেশ স্থগিত ও নির্দেশনা দিয়েছিলেন ।
মন্তব্য করুন
দেশ বিদেশ থেকে আরও পড়ুন
দেশ বিদেশ সর্বাধিক পঠিত
মানবজমিনকে শরীফ নুরুল আম্বিয়া/ পথটা হয়তো ভিন্ন ভিন্ন, লক্ষ্য একই
মানবজমিনকে ফয়জুল করীম/ পাতানো নির্বাচন প্রতিহতের চেষ্টা করবো
মৌলভীবাজারে জাতীয় পার্টির সম্মেলন সম্পন্ন / ‘আমরা আওয়ামী লীগে নেই, বিএনপিতেও নেই

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]