দেশ বিদেশ
মুন্সীগঞ্জে সংঘর্ষ
বিএনপি’র ১৫৩ নেতাকর্মীর আগাম জামিন
স্টাফ রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবারমুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান রতনসহ ১৩৯ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার কায়সার কামাল ও এডভোকেট মো. কামাল হোসেন। পরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিএনপির ১৫৩ নেতা-কর্মীর ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। এই সময়ের মধ্যে তাদের মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। মুন্সীগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনার দুই মামলায় বিএনপি’র ৩ শতাধিক নেতাকর্মী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। গত ২২শে সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নেতাকর্মীদের ‘হত্যার প্রতিবাদে’ বিএনপি’র মিছিল থেকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেন। সেইসঙ্গে লাঠিচার্জ শুরু করে। এরপর মুক্তারপুর পুরাতন ফেরিঘাট এলাকায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশ, সাংবাদিক ও নেতাকর্মীসহ অন্তত ৫০ জন আহত হন। সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন যুবদল কর্মী শাওন। পরে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান শাওন। এ ঘটনায় দুটি মামলায় শাওনসহ ১ হাজার ৭৬৫ জনকে আসামি করে মামলা করা হয়। দুটি মামলায় ২৬ জনকে গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে মুরমা গ্রামে অজ্ঞাত মামলার ভয়ে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, গত বুধবারের সংঘর্ষের পর পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। খুব বেশি প্রয়োজন না হলে পুরুষরা বাড়িতে থাকছেন না। গ্রেপ্তার আতঙ্কে রয়েছে মুরমা গ্রাম।