খেলা
‘মিরাজের আত্মবিশ্বাস এখন উঁচুতে’
স্পোর্টস রিপোর্টার
২৯ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। দেশের অন্যতম সেরা এই ওপেনারের শূন্যস্থান পূরণ কে করবে তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। পরীক্ষিত ব্যাটার লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ে কে আসবেন তা নিয়েও টিম ম্যানেজমেন্ট ছিল দারুণ ভাবনায়। নেমে পড়ে পরীক্ষা-নিরীক্ষায়। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর আরব আমিরাত সফরে তাই ওপেনিংয়ে কে আসেন তার দিকেই তাকিয়ে ছিল টাইগার ক্রিকেটের ভক্তকুল। আমিরাত ক্রিকেট দলের বিপক্ষে দলের পক্ষে শুরুর দায়িত্বে মিরাজ নিজেকে প্রমাণ করেছেন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয়টিতে করেছেন ৩৭ বলে ৪৬ রান। হয়েছেন ম্যাচ সেরাও। কিন্তু তার সঙ্গী সাব্বির রহমান ছন্দ খুঁজে পাননি। দলকে ফিরিয়ে দিতে পারেননি তার প্রতি রাখা আস্থার প্রতিদান।
বিজ্ঞাপন
দ্বিতীয় ম্যাচেও টাইগাররা দাপুটে জয় পায়নি। স্বাগতিকদের ৩২ রানে হারিয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করলেও ম্যাচে শুরুর দাপট শেষ পর্যন্ত ধরে রাখতে ব্যর্থ হন বোলাররা। দলীয় ২৯ রানে চতুর্থ উইকেট খোয়ায় স্বাগতিকরা। ১৩৭/৫ স্কোর নিয়ে ইনিংস শেষ করে আরব আমিরাত। পঞ্চম উইকেটে তারা গড়ে ৯০ রানের জুটি।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন
খেলা সর্বাধিক পঠিত

প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]