বিনোদন
‘এটা নব্বই দশকের প্রেমের গল্প’
স্টাফ রিপোর্টার
২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার
কথাসাহিত্যিক আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে একই নামের সিনেমা নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি আরিফ জাহান। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে এই সিনেমাটি। এতে অভিনয় করেছেন পূজা চেরি। তার বিপরীতে আছেন এবিএম সুমন। গত সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে এসেছে ‘হৃদিতা’ সিনেমার দুটি গান। তার মধ্যে ‘ঠিকানা বিহীন’ গানটি গেয়েছেন চন্দন সিনহা। কবির বকুলের কথায় সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সুনামগঞ্জের হাওরে গানের চিত্রায়ণের মাধ্যমে শেষ হয়েছিল এ সিনেমার শুটিং। গানের দৃশ্যে দেখা যায়, সুমনের আশেপাশে ছায়ার মতো ঘুরে বেড়ান পূজা। কিন্তু তাকে ছুঁতে গেলেই উধাও! অর্থাৎ পূজাকে নিয়ে কল্পনার রাজ্যে সুমনের বসবাস। ‘হৃদিতা’ সিনেমা প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘হৃদিতা’ সিনেমা হলো নব্বই দশকের প্রেমের গল্প। যখন আমার বাসায় টেলিফোন ছিল না, মোবাইল ফোনের তো প্রশ্নই ওঠে না। এবং একটা ছেলে একটা মেয়ের একটাই প্রেমিক বা প্রেমিকা হয়। এখন যেমন একসঙ্গে অনেকগুলো প্রেম করে এমন ছিল না। তাই আমি খুব ভাবি যে আজকালকার ছেলেমেয়েরা এই সিনেমাটি রিলেট করতে পারবে কিনা। তিনি আরও বলেন, এ সিনেমাটি গালি, গুলি ও ধূমপানমুক্ত একটি সিনেমা। ‘হৃদিতা’ নিয়ে পূজা চেরি বলেন, আমি ভালো গল্পের লোভী। আর আমার প্রথম লোভ আনিসুল হক স্যার। সিনেমাটির অফার পাওয়ার পর যখন শুনলাম এই সিনেমায় স্যার আছেন আমি এক কথায় হ্যাঁ বলে দেই। এই সিনেমার গল্পটা খুবই ভালো। আগামী ৭ই অক্টোবর ‘হৃদিতা’ সিনেমাটি আসছে। আপনারা দল বেঁধে আসুন হলে সিনেমাটি দেখুন। তিনি আরও বলেন, যারা নাচ-গানের সিনেমা দেখতে চান তাদের জন্য ‘হৃদিতা’ সিনেমা নয়। ‘হৃদিতা’ সিনেমা হলো খুবই নিরিবিলি এক নিঃশ্বাসে দেখার মতো সিনেমা। সিনেমাটিতে এবিএম সুমন ও পূজা চেরীর সঙ্গে আরও আছেন সাবেরি আলম, মানস বন্দ্যোপাধ্যায়, আরজুমান্দ আরা বকুল প্রমুখ। আগামী ৭ই অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।