খেলা
কিপ্টে বোলিংয়ের পর বিস্ফোরক ফিফটি, ফের গায়ানার নায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৫ অপরাহ্ন

টানা দুই ম্যাচে ম্যাচসেরা পারফর্মার সাকিব আল হাসান। প্লে-অফের আগে নিজেদের শেষ ম্যাচে বার্বাডোজ রয়্যালসের মুখোমুখি হয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। কিপ্টে বোলিংয়ের পর বিস্ফোরক ফিফটিতে গায়ানাকে ৫ উইকেটের জয় এনে দেন সাকিব।
এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থেকে লীগ রাউন্ড শেষ করলো গায়ানা। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্বাডোজ। মঙ্গলবার এই বার্বাডোজের বিপক্ষেই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে সাকিবের গায়ানা।
আগে ব্যাট করে ১৭.৩ ওভারে মাত্র ১২৫ রানে গুটিয়ে যায় বার্বাডোজ। জেসন হোল্ডার করেন সর্বোচ্চ ৪২ রান। ২০ রান আসে আজম খানের ব্যাট থেকে। ২.৩ ওভারে মাত্র ১২ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব। রোমারিও শেফার্ড ১৪ রানে পান ৩ উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ রানেই ২ উইকেট হারিয়ে বসে গায়ানা। তবে চারে নামা সাকিব পথ দেখান দলকে। ৩০ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৩ রান করে আউট হন সাকিব। ততক্ষণে জয়ের খুব কাছে পৌঁছে যায় গায়ানা। কেমো পলের অপরাজিত ১০ রানে লক্ষ্যটা ৩৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।