বিনোদন
নভেম্বরে প্রেক্ষাগৃহে মৌসুমী
স্টাফ রিপোর্টার
২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার
ঢালিউডের জনপ্রিয় নায়িকা মৌসুমী। সিনেমা থেকে অনেকদিন দূরে থাকলেও মাঝে মাঝে বিভিন্ন বিজ্ঞাপনে দেখা যায় এই চিত্রনায়িকাকে। শিগগিরই বড় পর্দায় দেখা যাবে মৌসুমীকে। আগামী ৪ঠা নভেম্বর মৌসুমী অভিনীত ‘ভাঙন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। জানা গেছে, ‘ভাঙন’ সিনেমায় একটি রেলস্টেশনে জড়ো হওয়া কিছু প্রান্তিক ও ছিন্নমূল মানুষের কথা তুলে ধরা হবে। যেখানে হকার, পকেটমার, পতিতা, বংশীবাদক নানা ইতিবাচক ও নেতিবাচক মানুষ রয়েছে। আর তাদের জীবনযাত্রা, বেঁচে থাকা ও প্রত্যাশার গল্প নিয়ে এই সিনেমা। সিনেমাটির মুক্তির বিষয় নিশ্চিত করেছেন নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন। ২০২০-২১ অর্থবছরে সাধারণ শাখায় সরকারি অনুদান পেয়েছে ‘ভাঙন’ সিনেমা। এতে সহ-প্রযোজক হিসেবে থাকছেন মির্জা সাখাওয়াৎ। আর সিনেমায় মৌসুমী-বাবু ছাড়াও অভিনয় করেছেন সাবেরী আলম, প্রাণ রায় প্রমুখ।