খেলা
বিশ্বকাপে দ্বিতীয় সেরা ধনী অধিনায়ক সাকিব
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২, শনিবার
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ দলের অধিনায়কদের মোট সম্পদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে ‘সিএ নলেজ’। প্রতিবেদন অনুযায়ী, ৮ অধিনায়কের মধ্যে সবচেয়ে বেশি টাকার মালিক ভারতের রোহিত শর্মা। রোহিতের পরেই বাংলাদেশের সাকিব আল হাসান।
সেলিব্রেটিদের সম্পদের হিসাব নিয়ে গবেষণা এবং তথ্য সংগ্রহ করে ‘সিএ নলেজ’। তাদের প্রতিবেদন অনুযায়ী, ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক রোহিত শর্মা ২৪৩ কোটি টাকার মালিক। খুব বেশি পিছিয়ে নেই সাকিব। তার মোট সম্পদের পরিমাণ ২২২ কোটি টাকা। বাংলাদেশি অধিনায়ক এগিয়ে রয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের থেকেও। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক বাটলার মোট ১০১ কোটি টাকার মালিক। অ্যারন ফিঞ্চের ৮১ কোটি টাকার সম্পদ রয়েছে। পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (৬৫ কোটি) ও দক্ষিণ আফ্রিকার (৫০ কোটি) টেম্বা বাভুমা।
মন্তব্য করুন
খেলা থেকে আরও পড়ুন

জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]