খেলা
জাতীয় দল ত্যাগ করতে চায় স্পেনের ১৫ নারী ফুটবলার
স্পোর্টস ডেস্ক
(২ বছর আগে) ২৩ সেপ্টেম্বর ২০২২, শুক্রবার, ২:৪২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৩ পূর্বাহ্ন

স্পেন জাতীয় নারী ফুটবল দলের কোচ জর্জ ভিলদার পদত্যাগ চান খেলোয়াড়রা। অন্যথায় দল ছাড়ার হুমকি দিয়েছেন স্প্যানিশ প্রমীলা ফুটবলাররা। খবরটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থা সিএনএন।
চোট-ব্যবস্থাপনা, লকার রুমের পরিবেশ, দল নির্বাচন ও ট্রেনিং সেশনসহ বেশ কিছু বিষয়ে জাতীয় দলের কোচ ভিলদার বিপক্ষে অভিযোগ তোলে নারী ফুটবলাররা। খেলোয়াড়দের আনিত অভিযোগ আমলে নেয়নি স্প্যানিশ ফুটবল ফেডারেশন। যেকারণে ১৫ জন নারী ফুটবলার জাতীয় দল ত্যাগের হুমকি দিয়েছেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলে, নারী ফুটবল দলের ১৫ ফুটবলার মেইলের মাধ্যমে দল ত্যাগের কথা জানিয়েছে। মেইলে ফুটবলাররা লিখেছেন, বর্তমান পরিস্থিতি তাদের মানসিক ও শারীরিক অবস্থাকে গুরুতরভাবে প্রভাবিত করছে। যতক্ষণ না এর পরিবর্তন হয়, তারা স্পেন জাতীয় দল থেকে পদত্যাগ করছেন।
কোন ১৫ জন ফুটবলার জাতীয় দল ত্যাগের হুমকি দিয়েছে সে ব্যাপারে কিছু জানায়নি সিএনএন। ফুটবলারদের এমন বিদ্রোহ অবশ্য পাত্তা দিচ্ছে না স্পেন ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা বলেছে, ‘কোচের কাজ চালিয়ে যাওয়া নিয়ে খেলোয়াড়দের প্রশ্ন তোলাকে আমলে নিচ্ছে না আরইএফএফ। এ ধরনের সিদ্ধান্ত নেয়ার ক্ষমা তাদের (ফুটবলারদের) নেই। স্পেন এবং বিশ্বব্যাপী ফুটবলের ইতিহাসে এটি অভূতপূর্ব পরিস্থিতি।’
বিবৃতিতে বলা হয়, ‘কোনো সিদ্ধান্তে পৌঁছাতে খেলোয়াড়দের চাপ গ্রাহ্য করা হবে না। এটি ফুটবল এবং সবধরনের খেলাধুলার মূল্যবোধের জন্য ক্ষতিকারক।’