বিনোদন
ইভার টানে কক্সবাজারে কাবিলা
স্টাফ রিপোর্টার
২২ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকের পছন্দের কারণে নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত নাটকটির সিজন-৪ প্রচার হচ্ছে। সেখানে ইভা একটি নাচের অনুষ্ঠান করতে কক্সবাজারে যাবে বলে জানায় কাবিলাকে। এ কথা শোনা মাত্র রোকেয়া নামের একজন প্রেমিকা থাকা সত্ত্বেও ইভার টানে কক্সবাজারে চলে যায় কাবিলা। সেই স্থিরচিত্র ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী পারসা ইভানা। যদিও এই মুহূর্তে নাচের অনুষ্ঠানে অংশ নিতে পোল্যান্ডে রয়েছেন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজনে কাবিলার চরিত্রে জিয়াউল হক পলাশ ও ইভার চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা। যেখানে দেখা যাচ্ছে, ইভা কক্সবাজারে যাওয়ার পর কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুলরা কক্সবাজারে যাওয়ার পরিকল্পনা করে। একপর্যায়ে তারা ইভার শো দেখতে সেখাানে আসে। এদিকে নির্মাতা কাজল আরেফিন অমি তাদের দু’জনের দু’টি ছবি ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, রোকেয়ার জন্য পাগল কাবিলা, এখন ইভার টানে কক্সবাজার। তার এই পোস্টের কমেন্ট বক্সেও ইভা-কাবিলার প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা।