বিনোদন
কাশ্মীরে তিন দশক পর খুলছে সিনেমা হল
বিনোদন ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবারহিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কাশ্মীর। আশির দশকের শেষদিক পর্যন্ত জম্মু ও কাশ্মীরে প্রায় একডজন সিনেমা হল ছিল। কিন্তু ১৯৯৯ সালের সেপ্টেম্বর মাসে লাল চকের রিগাল সিনেমা হলে গ্রেনেড হামলা চালিয়ে সেই পরিকল্পনা ভেস্তে দেয় জঙ্গিরা। জঙ্গিদের লাগাতার হুমকিতে সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হন সিনেমা হল মালিকরা। তারপর থেকে সিনেমা হল খোলার অনেক চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে এবার তিন দশক পর সিনেমা হল খুলছে জম্মু ও কাশ্মীরে। আবার রুপালি পর্দায় সিনেমা দেখার সুযোগ পাচ্ছেন সেখানকার বাসিন্দারা। গত রোববার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দু’টি মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন। মাল্টিপ্লেক্সে দেখানো হবে আমির খানের ‘লাল সিংহ চাড্ডা’। মনোজ জানান, এতে কাশ্মীরের যুবকদের কর্মসংস্থান হবে। শিক্ষামূলক সেমিনার এবং যুবসমাজকে মাথায় রেখে নানা অনুষ্ঠানের আয়োজনও করা হবে। কাশ্মীরের যুবসমাজের ভবিষ্যৎ ভেবেই এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।